এখনই সতর্ক হন! ২ মিনিটে মোবাইলে চেক করুন PAN Active না Inactive

২০২৬ সালের শুরুতেই দেশের লক্ষ লক্ষ প্যান (PAN) কার্ডধারকদের জন্য বড়সড় দুশ্চিন্তার খবর সামনে এসেছে। আয়কর দপ্তরের নির্ধারিত PAN-Aadhaar লিঙ্কের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর,…

PAN Aadhaar link deadline

২০২৬ সালের শুরুতেই দেশের লক্ষ লক্ষ প্যান (PAN) কার্ডধারকদের জন্য বড়সড় দুশ্চিন্তার খবর সামনে এসেছে। আয়কর দপ্তরের নির্ধারিত PAN-Aadhaar লিঙ্কের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। সেই সময়সীমা পেরিয়ে গেলেও সরকার বা আয়কর বিভাগ এখনও পর্যন্ত কোনওরকম সময়সীমা বাড়ানোর ঘোষণা করেনি। ফলে যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে পারেননি, তাঁদের প্যান কার্ড এখন কার্যত অকার্যকর বা ‘ইনঅপারেটিভ’ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল।

Advertisements

প্যান কার্ড অকার্যকর হওয়ার বড় সতর্কতা:

আয়কর বিভাগের কড়া নিয়ম অনুযায়ী, বর্তমানে PAN-Aadhaar লিঙ্ক করা বাধ্যতামূলক। যাঁরা এই নির্দেশ মানেননি, তাঁদের প্যান কার্ড আইনগতভাবে আর বৈধ থাকবে না। সহজ ভাষায় বললে, সেই প্যান কার্ড শুধুই একটি কাগজের টুকরো হয়ে যাবে, যার কোনও সরকারি বা আর্থিক মূল্য থাকবে না। ২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে সরকার কোনও ছাড় বা সুযোগ দেওয়ার ইঙ্গিত না দেওয়ায় নাগরিকদের নিজেদের দায়িত্বেই প্যান কার্ডের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে হবে।

   

প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী কী সমস্যায় পড়বেন?

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে সাধারণ মানুষকে একাধিক গুরুতর সমস্যার মুখে পড়তে হবে। প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো, আপনি আর ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিল করতে পারবেন না। ফলে যদি আপনার কোনও ট্যাক্স রিফান্ড বকেয়া থাকে, সেটিও আটকে যাবে।

ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও বড় ধাক্কা লাগবে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না। ₹৫০,০০০ টাকার বেশি নগদ জমার ক্ষেত্রে কড়া বাধা আসতে পারে। এছাড়াও, নিষ্ক্রিয় প্যান থাকলে টিডিএস (TDS) কাটা হবে অনেক বেশি হারে।

শুধু তাই নয়, পাসপোর্ট তৈরির মতো গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবায়ও সমস্যার সম্মুখীন হতে পারেন। বিভিন্ন সরকারি ভর্তুকি বা স্কিমের সুবিধা পাওয়াও কঠিন হয়ে উঠবে। যদি পুরনো প্যান কার্ড হারিয়ে যায়, নতুন প্যান পাওয়াও প্রায় অসম্ভব হবে, কারণ সেখানে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক।

কীভাবে সহজে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করবেন?

ভাগ্য ভালো যে প্যান কার্ড সক্রিয় আছে কিনা তা জানতে কোথাও যাওয়ার দরকার নেই। অনলাইনে খুব সহজেই এটি যাচাই করা যায়।

প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান। হোমপেজে থাকা ‘Quick Links’ অপশনে গিয়ে ‘Verify Your PAN’ নির্বাচন করুন। এরপর আপনার প্যান নম্বর, প্যান কার্ডে থাকা নাম, জন্মতারিখ এবং মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে একটি OTP আসবে, সেটি দিয়ে ভেরিফাই করলেই স্ক্রিনে প্যান কার্ডের স্ট্যাটাস দেখা যাবে।

যদি সেখানে লেখা থাকে “PAN is Active”, তাহলে নিশ্চিন্ত থাকুন। আর যদি ‘Inactive’ দেখায়, তাহলে বুঝে নিন আপনার প্যান কার্ড আর বৈধ নেই। এখনই স্ট্যাটাস যাচাই করে ভবিষ্যতের বড় ঝামেলা থেকে নিজেকে রক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

Business: PAN cards may become inoperative from January 1, 2026, as the Aadhaar-PAN linking deadline ended on December 31, 2025. Failure to link will block ITR filing and bank transactions. Check your status now to avoid higher TDS and financial penalties.

Advertisements