দেশের কোটি কোটি করদাতার জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় আয়কর দফতর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে যেসব ব্যক্তির স্থায়ী হিসাব নম্বর (PAN) এখনও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি, সেই সমস্ত প্যান কার্ড অকার্যকর বা নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যাবে। এর ফলে করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না, রিফান্ড পাবেন না, এমনকি অনেক আর্থিক পরিষেবাও বন্ধ হয়ে যাবে।
প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ:
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর হল শেষ সময়সীমা প্যান ও আধার লিঙ্ক করার। যাঁরা ২০২৫ সালের ১ অক্টোবরের আগে আধার কার্ড পেয়েছেন, তাঁদের জন্য এই সময়সীমা প্রযোজ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে লিঙ্ক না করলে প্যান নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নানা আর্থিক লেনদেনে জটিলতা দেখা দেবে।
প্যান কার্ড কী এবং কেন গুরুত্বপূর্ণ? PAN Aadhaar Link Deadline
প্যান কার্ড হল আয়কর দফতরের দেওয়া একটি ১০-অঙ্কের আলফানিউমেরিক নম্বর, যা একজন ব্যক্তির সমস্ত কর-সংক্রান্ত ও আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত থাকে। কর প্রদান, আয়কর রিটার্ন দাখিল, TDS বা TCS ক্রেডিট, ব্যাংক ট্রান্সফার—সবক্ষেত্রেই এটি অপরিহার্য পরিচয়পত্র।
কেন বাধ্যতামূলক করা হয়েছে আধার-প্যান লিঙ্কিং?
আধার ও প্যান সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে প্রতারণা, কর ফাঁকি ও নকল পরিচয় রোধের উদ্দেশ্যে। কর দফতর ইতিমধ্যেই একাধিকবার সময়সীমা বাড়িয়েছে, যাতে সাধারণ মানুষ পর্যাপ্ত সুযোগ পান। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১,০০০ টাকা জরিমানা দিয়ে তবেই লিঙ্ক করা যাবে।
প্যান নিষ্ক্রিয় হলে যে পরিষেবাগুলি বন্ধ হবে:
যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তবে করদাতাদের নিচের সমস্যাগুলির সম্মুখীন হতে হবে—
আয়কর রিটার্ন দাখিল করা যাবে না।
অপেক্ষমান রিটার্ন প্রসেস হবে না।
রিফান্ড প্রদান বন্ধ থাকবে।
ত্রুটিপূর্ণ রিটার্ন সংশোধন করা যাবে না।
উৎসে কর (TDS) বেশি হারে কাটা হবে।
অনলাইনে আধার-প্যান লিঙ্ক করার পদ্ধতি:
১. ভিজিট করুন 👉 www.incometax.gov.in
২. হোমপেজের Quick Links থেকে “Link Aadhaar” অপশনটি নির্বাচন করুন।
৩. প্যান ও আধার নম্বর, আধারে থাকা নাম দিয়ে Validate ক্লিক করুন।
৪. জরিমানা প্রযোজ্য হলে e-Pay Tax এর মাধ্যমে ১,০০০ টাকা ফি জমা দিন।
৫. পেমেন্ট সম্পন্ন হলে OTP দিয়ে যাচাই করে লিঙ্কিং প্রক্রিয়া শেষ করুন।
আধার-প্যান লিঙ্ক স্ট্যাটাস চেক করার নিয়ম:
১. একই ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar Status ক্লিক করুন।
২. আপনার প্যান ও আধার নম্বর দিন।
৩. স্ট্যাটাস দেখতে পাবেন:
যদি লিঙ্ক করা থাকে: “Your PAN is already linked to the given Aadhaar.”
যদি না-থাকে: “PAN not linked with Aadhaar.”
যদি প্রক্রিয়া চলমান থাকে: “Your linking request has been sent to UIDAI for validation.”
শেষ কথা:
যাঁরা এখনও আধার ও প্যান লিঙ্ক করেননি, তাঁদের ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের আগেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। না হলে নতুন বছরেই (২০২৬) আর্থিক লেনদেন, কর ফাইলিং এবং রিফান্ডে বড় সমস্যা দেখা দিতে পারে। এখনই আধার-প্যান লিঙ্ক করে নিশ্চিন্ত থাকুন।


