এক ফোনেই শুট থেকে শেয়ার করতে বাজারে বিশেষ ফোন আনল OPPO India

ভ্রমণ মানেই নতুন জায়গা, আর নতুন গল্প আর অসংখ্য মুহূর্ত। সেগুলো ধরে রাখতে প্রয়োজন এক নির্ভরযোগ্য ও শক্তিশালী স্মার্টফোন। ঠিক সেই লক্ষ্যেই OPPO India বাজারে…

এক ফোনেই শুট থেকে শেয়ার করতে বাজারে বিশেষ ফোন আনল OPPO India

ভ্রমণ মানেই নতুন জায়গা, আর নতুন গল্প আর অসংখ্য মুহূর্ত। সেগুলো ধরে রাখতে প্রয়োজন এক নির্ভরযোগ্য ও শক্তিশালী স্মার্টফোন। ঠিক সেই লক্ষ্যেই OPPO India বাজারে এনেছে তাদের নতুন Reno15 সিরিজ। সেটি বিশেষভাবে ভ্রমণপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে ডিজাইন করা।

Advertisements

ভ্রমণের জন্য ফ্ল্যাগশিপ ক্যামেরা অভিজ্ঞতা

OPPO Reno15 Pro 5G এবং Reno15 Pro Mini 5G-তে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা, যা পাহাড়, সমুদ্র, ঐতিহাসিক স্থাপনা কিংবা ব্যস্ত শহরের প্রতিটি সূক্ষ্ম বিবরণ নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে সক্ষম। এর সঙ্গে থাকা ৫০MP টেলিফটো পোর্ট্রেট লেন্স (৩.৫× অপটিক্যাল জুম) দূরের বিষয়কেও স্পষ্টভাবে ধরতে সাহায্য করে। ভ্রমণের সময় ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ফটোগ্রাফি বা ল্যান্ডস্কেপ শটের জন্য আদর্শ।

   

OPPO’র PureTone ইমেজিং টেকনোলজি রঙকে রাখে স্বাভাবিক ও প্রাণবন্ত, ফলে আলাদা করে এডিটিংয়ের প্রয়োজন অনেকটাই কমে যায়।

AI এডিটিং: ভ্রমণের গল্প, এক ক্লিকেই প্রস্তুত

ভ্রমণের সময় ল্যাপটপ বা আলাদা সফটওয়্যারে ছবি এডিট করা সবসময় সম্ভব নয়। Reno15 সিরিজের AI Editor 3.0 সেই সমস্যার সমাধান করে। AI Portrait Glow কম আলোতেও প্রাকৃতিক পোর্ট্রেট নিশ্চিত করে। AI Recompose ও AI Perfect Shot ছবির ফ্রেমিং উন্নত করে।
AI Eraser ও Reflection Remover অপ্রয়োজনীয় বস্তু বা গ্লাস রিফ্লেকশন সরিয়ে দেয়। ফলে পাহাড়ের কুয়াশা হোক বা সৈকতের সূর্যাস্ত, প্রতিটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য তৈরি।

Popout ফিচার: ভ্রমণের ছবিতে নতুন মাত্রা

Reno15 সিরিজে যুক্ত হয়েছে নতুন Popout ফিচার, যা একাধিক ছবি বা লাইভ ফটোকে একত্রিত করে ডাইনামিক আউট-অফ-ফ্রেম ইফেক্ট তৈরি করে। ভ্রমণের অ্যাকশন শট, লোকাল কালচার বা চলমান মুহূর্ত—সবকিছুই হয়ে ওঠে আরও জীবন্ত ও আকর্ষণীয়।

টেকসই ডিজাইন, যেকোনো পরিস্থিতিতে ভরসাযোগ্য। ভ্রমণের পথে ধুলো, জল বা হঠাৎ বৃষ্টি। সবকিছুর জন্য প্রস্তুত Reno15 সিরিজ।

IP66 / IP68 / IP69 রেটিং

৮০°C পর্যন্ত গরম জলের প্রতিরোধ ক্ষমতা

শক্তিশালী All-Round Armour Body

এগুলো একে পাহাড়ি ট্রেক, সমুদ্র সৈকত কিংবা মনসুন ট্রিপ। সব পরিস্থিতির জন্য উপযুক্ত করে তোলে।

ব্যাটারি ও চার্জিং: চার্জের চিন্তা ছাড়াই ঘোরা

দীর্ঘ ভ্রমণে চার্জের সমস্যা সবচেয়ে বড় বাধা। Reno15 Pro-তে রয়েছে ৬৫০০ mAh ব্যাটারি, সঙ্গে 80W SUPERVOOC™ ফাস্ট চার্জিং। মাত্র ১০ মিনিট চার্জেই ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার সম্ভব। ট্রানজিট বা স্বল্প বিরতির সময় বিশেষভাবে কাজে আসে।

কমপ্যাক্ট অথচ শক্তিশালী: Reno15 Pro Mini

oppo-india-launch-reno15-as-travel-vlogging-smartphone

যারা হালকা ও কমপ্যাক্ট ফোন পছন্দ করেন, তাদের জন্য Reno15 Pro Mini এক আদর্শ সঙ্গী। ছোট আকারের হলেও এতে রয়েছে একই ফ্ল্যাগশিপ ক্যামেরা ও পারফরম্যান্স। ভ্রমণের সময় এক হাতে ব্যবহারকে আরও সহজ করে।

Advertisements