দেবীপক্ষের শুরুতেই সোনার আকাশছোঁয়া দাম, মহালয়ায় নয়া রেকর্ড

Kolkata Sees Sharp Drop in Gold Rates, Morning Rush at Stores

দুর্গাপুজোর আগে সোনা ও রুপোর দামে (Gold Price) হঠাৎ উত্থান ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। মহালয়ার দিন থেকেই সোনার বাজারে শুরু হয়েছে নতুন রেকর্ড। একদিনে সোনার দাম বেড়ে গেছে কয়েক হাজার টাকা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ফলে উৎসবের আগে গহনা কেনার পরিকল্পনায় ধাক্কা খাচ্ছেন সাধারণ মানুষ।

Advertisements

শুধুমাত্র একদিনেই সোনার দাম বেড়েছে আশ্চর্যজনক হারে। ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দাম দাঁড়িয়েছে ১১,২১৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে আজ গুনতে হবে ১,১২,১৫০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে চমকপ্রদ ১১,২১,৫০০ টাকা। এই বৃদ্ধি একদিনে হয়েছে ৮,২০০ টাকা, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

   

অন্যদিকে ২২ ক্যারেট সোনার দামও কম নয়। আজ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১০,২৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ১,০২,৮০০ টাকা।

শুধু সোনাই নয়, রুপোর দামও আজ আকাশ ছুঁয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ দাঁড়িয়েছে ১৩,৫০০ টাকা। আর ১ কেজি রুপো কিনতে খরচ হবে ১,৩৫,০০০ টাকা। একদিনেই রুপোর দাম বেড়েছে ২,০০০ টাকা। পুজোর আগে এই বৃদ্ধিও ক্রেতাদের মধ্যে চিন্তা বাড়াচ্ছে।

Advertisements

প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্রেতারা গহনা কেনার পরিকল্পনা করে রাখেন। মহালয়ায় গহনা কেনার প্রচলনও রয়েছে। কিন্তু এ বছর দাম এতটাই বেড়েছে যে অনেকেই তাদের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন বা কম পরিমাণে কিনছেন। সোনার বাজারে এই অস্বাভাবিক বৃদ্ধি ব্যবসায়ীদের মধ্যেও অস্থিরতা তৈরি করছে।