NPS বড় আপডেট! অবসর এবং মৃত্যুকালীন গ্র্যাচুইটি নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা

nps-gratuity-update-retirement-death-benefit-doppw-notification

ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) অন্তর্ভুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর (DoPPW)। নানা আরটিআই আবেদন ও প্রশ্নের প্রেক্ষিতে সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মীরা অবসরকালীন গ্র্যাচুইটি ও মৃত্যুকালীন গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন।

Advertisements

অবসরকালীন গ্র্যাচুইটি:
অবসরে যাওয়ার সময় সরকার কর্মচারীকে এককালীন অর্থসাহায্য হিসাবে গ্র্যাচুইটি প্রদান করে। এর জন্য ন্যূনতম ৫ বছরের চাকরি আবশ্যক। গ্র্যাচুইটি গণনা করা হয়—
প্রতি ৬ মাস চাকরির জন্য মৌলিক বেতন + ডিএ-র ১/৪ অংশ হিসাবে।
৩৩ বছর বা তার বেশি চাকরি হলে কর্মী ১৬.৫ গুণ বেতন+ডিএ পর্যন্ত গ্র্যাচুইটি পেতে পারেন। তবে সর্বোচ্চ সীমা ২৫ লক্ষ টাকা।

   

মৃত্যুকালীন গ্র্যাচুইটি:
কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য এই সুবিধা পাওয়া যায় এবং এর জন্য কোন ন্যূনতম চাকরির মেয়াদ নেই।
সার্ভিসের উপর ভিত্তি করে গ্র্যাচুইটি হার নিম্নরূপ—
১ বছরের কম চাকরি: ২ গুণ বেতন
১–৫ বছর: ৬ গুণ বেতন
৫–১১ বছর: ১২ গুণ বেতন
১১–২০ বছর: ২০ গুণ বেতন
২০ বছরের বেশি: প্রতি ৬ মাসে অর্ধ মাসের বেতন হিসাবে।

কখন গ্র্যাচুইটি পাওয়া যাবে?
সরকার জানিয়েছে, এনপিএস কর্মী নিম্নলিখিত অবস্থায় গ্র্যাচুইটি পাবেন—
1. বয়সজনিত অবসর (Superannuation) বা চিকিৎসাগত অযোগ্যতাজনিত অবসর।
2. নির্ধারিত বয়সের আগে অবসর — রুল ৫৬ বা রুল ১২ অনুযায়ী আগাম অবসর নিলেও গ্র্যাচুইটি মিলবে।
3. পদ বিলোপের ক্ষেত্রে— কোন পদ বাতিল হলে কর্মী ভিআরএস বেছে নিলে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার থাকবে।
4. অন্য সরকারি দফতর/সরকারি কোম্পানিতে সমন্বয় করা হলে পূর্ববর্তী চাকরির ভিত্তিতে গ্র্যাচুইটি মিলবে (সর্বোচ্চ ১৬.৫ গুণ বেতন পর্যন্ত)।
কখন গ্র্যাচুইটি পাওয়া যাবে না?
রুল ১৭ (NPS Gratuity Rules 2021) অনুযায়ী যেসব পরিস্থিতিতে চাকরির পূর্ব সেবা বাতিল বলে গণ্য হবে, সেক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়া যাবে না।

Advertisements

সবচেয়ে গুরুত্বপূর্ণ—
সাধারণ পদত্যাগ (Simple Resignation) করলে এবং তা যদি জনস্বার্থে প্রত্যাহার করার অনুমতি না থাকে, তাহলে পূর্ব সেবা সম্পূর্ণভাবে বাতিল হবে এবং গ্র্যাচুইটি পাওয়া যাবে না।

দুটি ক্ষেত্রে সেবা বাতিল হবে না:
1. টেকনিক্যাল রিজাইনেশন— অন্য কোনও সরকারি চাকরিতে যোগ দেওয়ার জন্য অনুমতি নিয়ে পদত্যাগ করলে পূর্ব সেবা অক্ষুণ্ণ থাকে।
2. রুল ৩২ অনুযায়ী পদত্যাগ— কেন্দ্র/রাজ্য সরকারের নিয়ন্ত্রিত সংস্থায় যোগ দিলে তা “সরকারি অবসর” হিসেবে ধরা হবে এবং গ্র্যাচুইটি পাওয়া যাবে।

সরকারের এই নতুন স্পষ্টীকরণ এনপিএস কর্মীদের জন্য বড় স্বস্তি এনেছে, কারণ এখন থেকে গ্র্যাচুইটি পাওয়ার নিয়ম আরও স্বচ্ছ ও বোধগম্য হলো।