এক ধাক্কায় প্রায় ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত কোম্পানির

বর্তমানে যত সময় এগোচ্ছে ততই চাকরি নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যাচ্ছে। এমনও অনেক নজির আছে যেখানে কিছু মানুষ উচ্চ শিক্ষিত হয়েও একটা ভালো চাকরি জোগাড়…

বর্তমানে যত সময় এগোচ্ছে ততই চাকরি নিয়ে রীতিমতো হাহাকার পড়ে যাচ্ছে। এমনও অনেক নজির আছে যেখানে কিছু মানুষ উচ্চ শিক্ষিত হয়েও একটা ভালো চাকরি জোগাড় করতে পাচ্ছেন না। আবার অনেকেই আছেন যারা পেটের তাগিদের এমন চাকরি করতে হচ্ছে যেটি সম্পর্কে কেউ হয়তো ভাবতেও পারেননি। তবে এরই মাঝে রইল আরও বড় খবর। এবার ১০,০০০-রও বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে Intel কোম্পানি বলে খবর।

মার্কিন চিপ নির্মাতা ইনটেল বৃহস্পতিবার ঘোষণা করেছে যে কোম্পানি কার্যক্রম সুশৃঙ্খল করার জন্য তার মোট কর্মী থেকে ১৫ শতাংশ ছাঁটাই করবে।এক রিপোর্ট অনুযায়ী, ইন্টেলে বর্তমানে ১লক্ষ ২৪ হাজার কর্মী রয়েছেন। এমন পরিস্থিতিতে সংস্থার ঘোষণা অনুযায়ী ১৫ শতাশ ছাঁটাই মানে প্রায় ১৮ হাজার কর্মীকে সরানো হবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এহেন খবরে সকলের রাতের ঘুম উড়ে গিয়েছে। কোন কোন কর্মীর কপাল পুড়তে চলেছে সেই আশঙ্কায় দিন কাটাচ্ছেন অনেকে।

   

উল্লেখ্য, চলতি বছর প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা করছে Intel। সাম্প্রতিক প্রান্তিকে প্রায় ১৬০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, “মূল পণ্য ও প্রযুক্তির মাইলফলক অর্জন সত্ত্বেও দ্বিতীয় প্রান্তিকে আমাদের পারফরম্যান্স মারাত্মকভাবে খারাপ ছিল। দ্বিতীয়ার্ধের প্রবণতাগুলি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি চ্যালেঞ্জিং।

এদিকে ইনটেলের চিফ ফিনান্সিয়াল অফিসার ডেভিড জিনসনার বলেন, “আমাদের ব্যয় হ্রাস করে, আমরা আমাদের মুনাফা উন্নত করতে হবে। আগামী দিনে আমাদের ব্যালেন্স শিটকে আরো শক্তিশালী করতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি।”