Nirmala Sitharaman on GST rate cuts
নয়াদিল্লি: আগামী ২২ সেপ্টেম্বর দেশজুড়ে কার্যকর হতে চলেছে GST 2.0। আর তার পরই সরকারের প্রধান অগ্রাধিকার হবে কর ছাড়ের সুবিধা যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছয়—এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। India Today TV-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, কর হ্রাসের সুফল ভোক্তাদের হাতে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কঠোর নজরদারি চালাবে সরকার।
অর্থমন্ত্রীর কথায়, “আমাদের মূল লক্ষ্য হবে কর হ্রাসের সুবিধা জান্তার কাছে পৌঁছে দেওয়া। ২২ সেপ্টেম্বরের পর থেকে বড়সড় নজরদারির কাজ শুরু হবে। আমরা আত্মবিশ্বাসী, এই সুবিধা সাধারণ মানুষই পাবেন।”
সীতারামন জানিয়েছেন, সরকারি ও বেসরকারি—সব শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যে তারা পুরো সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেবেন। যদি কোনও সংস্থা অন্যভাবে আচরণ করে, তবে তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে। তাঁর দাবি, এর ফলে ভোগব্যয় ও আয়—উভয়ই বাড়বে।
মধ্যবিত্তের উপর জোর
অর্থমন্ত্রী জানান, GST 2.0-এর মূল কেন্দ্রে রয়েছে মধ্যবিত্ত শ্রেণি। “সাধারণ মানুষ ও মধ্যবিত্ত—তাদের প্রাথমিক চাহিদা এবং আকাঙ্ক্ষার উপর জোর দিয়েই নতুন সংস্কার গড়ে উঠেছে। এখন ৯৯ শতাংশ পণ্যই ৫ শতাংশ বা তার নীচের স্ল্যাবে। মাত্র ১ শতাংশ পণ্য রয়েছে ৪০ শতাংশের স্ল্যাবে।”
কংগ্রেসের সমালোচনার জবাবে তিনি বলেন, “যে কংগ্রেস একসময় ৯১ শতাংশ কর চাপিয়েছিল, তারাই আজ GST-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে। GST 1.0 ছিল ঐক্যের জন্য, GST 2.0 সরলতার জন্য, আর তৃতীয় ধাপে এই সরলতাকে আরও এগিয়ে নেওয়া হবে।”
রাজ্যভিত্তিক আশ্বাস Nirmala Sitharaman on GST rate cuts
বিহারে তিনি GST 2.0-কে ‘ডবল ধামাকা’ বলে বর্ণনা করেন ছট ও দীপাবলির আগে, বিশেষত শিক্ষা ও গৃহস্থালি খরচে ছাড়ের কারণে।
তামিলনাড়ুতে তিনি স্পষ্ট করেন, চলতি শিক্ষাব্যবস্থা করমুক্তই থাকবে, তবে বাণিজ্যিক কোচিং সেই আওতায় পড়বে না।
গুজরাতে ছোট ব্যবসায়ীদের জন্য সহজ করা হয়েছে নিয়মকানুন।
কর্নাটকে IT ত্রুটি নিয়ে আশঙ্কা উড়িয়ে তিনি বলেন, “এটি চলমান সিস্টেম, শুধু হার পরিবর্তন হয়েছে। ২২ সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল ব্যবস্থা পুরোপুরি মসৃণ হয়ে যাবে।”
মুম্বইয়ের মহিলা উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি স্বীকার করেন যে ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পরোক্ষ কর ব্যবস্থা কঠিন, তবে অন্য সরকারি নীতিই তাদের সহায়।
বাংলার প্রসঙ্গে তিনি জানান, রাজ্যের সমালোচনার মধ্যেও GST রাজস্ব রাজ্য ও কেন্দ্র—দুই স্তরেই প্রতিফলিত হবে।
আগামী পদক্ষেপ
সীতারামন বলেন, ক্ষতিপূরণ সেস ধাপে ধাপে প্রত্যাহার করা হলেও তা যেন ভবিষ্যতের সংস্কারে বাধা না হয়। তিনি জানান, খুব শিগগিরই CBIC (Central Board of Indirect Taxes and Customs) তাদের পোর্টালে রিফান্ড প্রক্রিয়া আপডেট করবে।
অর্থমন্ত্রী শেষ করেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে: “অর্থনীতিতে পুনরুজ্জীবন আসবেই, বরং তা আরও শক্তিশালী হবে।”
Business: Finance Minister Nirmala Sitharaman announces GST 2.0 will be effective from September 22. She states the government’s top priority is ensuring tax benefits directly reach consumers, particularly the middle class, with strict surveillance to prevent profiteering.