ই-কেওয়াইসি বাধ্যতামূলক! রেশন কার্ড বন্ধ হওয়ার আগে দ্রুত যাচাই করুন স্ট্যাটাস

NFSA Ration Card Deletion e-KYC

দেশের বিপুলসংখ্যক মানুষ আর্থিক অনটনের কারণে প্রতিদিনের দু’মুঠো খাবার জোগাতেই হিমশিম খায়। এই পরিস্থিতিতে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA)–এর অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ করে থাকে। তবে এই সুবিধা পেতে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। সম্প্রতি সারা দেশে রেশন কার্ড যাচাই অভিযানে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে, যার ফলে বিপুলসংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়েছে।

Advertisements

সরকারি তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ২২.৫ মিলিয়ন (২ কোটি ২৫ লক্ষ) নাম রেশন তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। সরকারের উদ্দেশ্য পরিষ্কার—যাঁরা প্রকৃতপক্ষে সুবিধাভোগী নন, তাঁদের সিস্টেম থেকে বাদ দেওয়া। তদন্তে জানা গেছে, বহু জায়গায় মৃত ব্যক্তিদের নামেও বছরের পর বছর রেশন তোলা হয়েছে। এই অপব্যবহার রোধে কঠোর নজরদারি শুরু করেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন।

   

অযোগ্যতার প্রধান কারণ ও সরকারের পদক্ষেপ:

NFSA–র নির্ধারিত নিয়ম মানা না হলে সেই পরিবার বা ব্যক্তিকে রেশন সুবিধা থেকে বাদ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলোর কাছেই সুবিধা পৌঁছানোই সরকারের লক্ষ্য। তাই প্রতিটি রাজ্যে রেশন কার্ডের রেকর্ড পুনরায় যাচাই করা হচ্ছে।

তদন্তে আরও দেখা গেছে, অনেকেই শুধুমাত্র সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে রেশন কার্ড করিয়েছিলেন। আবার বহু পরিবার গত ছয় মাসে একবারও রেশন তোলেননি। ফলে প্রশাসন মনে করছে, তাঁদের প্রকৃতপক্ষে রেশনের প্রয়োজন নেই। এই ধরনের অনিয়ম ধরা পড়ায় সরকার PDS তালিকা থেকে এসব পরিবারকে বাদ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Advertisements

বাড়িতে বসেই কীভাবে চেক করবেন আপনার রেশন কার্ড স্ট্যাটাস? NFSA Ration Card Deletion e-KYC

যাঁদের সন্দেহ রয়েছে যে তাঁদের নাম রেশন তালিকা থেকে বাদ পড়তে পারে, তাঁরা বাড়িতে বসেই সহজে তা যাচাই করতে পারবেন। অনলাইন প্রক্রিয়াটি নিম্নরূপ—
1. প্রথমে NFSA–র অফিসিয়াল ওয়েবসাইট nfsa.gov.in-এ যান।
2. ‘Ration Card’ অপশন নির্বাচন করুন।
3. এরপর ‘Ration Card Details on State Portals’–এ ক্লিক করুন।
4. সেখানে আপনার রাজ্য, জেলা, ব্লক ও পঞ্চায়েত নির্বাচন করুন।
5. এবার আপনার রেশন দোকান ও কার্ডের ধরণ বেছে নিন।
6. পরবর্তী পৃষ্ঠায় আপনার এলাকার রেশন কার্ড তালিকা খুলে যাবে। সেখানে যদি আপনার নাম থাকে, তবে রেশন কার্ড সক্রিয়। না থাকলে বুঝতে হবে নাম মুছে দেওয়া হয়েছে।

e-KYC বাধ্যতামূলক:

পরিশেষে উল্লেখযোগ্য যে, এখন e-KYC আপডেট করা বাধ্যতামূলক। যেসব রেশন কার্ডে e-KYC সম্পূর্ণ হয়নি, সেগুলো প্রথমেই নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তাই সুবিধা পেতে চাইলে দ্রুত e-KYC সম্পূর্ণ করার অনুরোধ করেছে সরকার।