HomeBharatভারতের অর্থনীতিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল মোদী সরকার

ভারতের অর্থনীতিতে ঐতিহাসিক পদক্ষেপ নিল মোদী সরকার

- Advertisement -

নয়াদিল্লি: ভারতকে ভবিষ্যতের উচ্চ-প্রযুক্তি উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার আরও একটি বড় সিদ্ধান্ত নিল। বুধবার কেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট অনুমোদন করল ₹7,280 কোটি টাকার এক মহাপরিকল্পনা, যার লক্ষ্য দেশে সিন্টারড রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরির পরিকাঠামোকে শক্তিশালী করা এবং এই গুরুত্বপূর্ণ উপাদানের আমদানি-নির্ভরতাকে ধীরে ধীরে বন্ধ করা।

এই প্রকল্পকে কেন্দ্র সরকার আখ্যা দিয়েছে ভারতের “টেক-আত্মনির্ভর বিপ্লব”। কারণ বিশ্বজুড়ে আধুনিক প্রযুক্তির প্রায় সমস্ত ক্ষেত্র ইলেকট্রিক ভেহিকল, ড্রোন, রোবোটিক্স, উইন্ড টারবাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত যন্ত্রপাতি থেকে শুরু করে প্রতিরক্ষা খাত সবখানেই রেয়ার আর্থ ম্যাগনেট অন্যতম অপরিহার্য উপাদান। এখন পর্যন্ত বিশ্ববাজারে এই ম্যাগনেট উৎপাদনে চীন প্রায় একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে। ফলে আমদানির ওপর গাঢ় নির্ভরশীলতা ভারতের প্রযুক্তিগত নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছিল।

   

অনুপ্রবেশ নিয়ে রাজ্যের তথ্যে তুলকালাম বিধানসভায়

এই চুম্বকগুলি আকারে ছোট হলেও ক্ষমতায় অত্যন্ত শক্তিশালী। ইভি মোটর, হাই-এন্ড স্মার্টফোন, এমআরআই মেশিন, ক্ষেপণাস্ত্র নির্দেশক ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন অত্যন্ত উচ্চ ক্ষমতার এই সিন্টারড ম্যাগনেট। বর্তমানে ভারত যে পরিমাণ ব্যবহার করে, তার প্রায় সবটাই আসে বিদেশ থেকে। ফলত, ভূ-রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনের সময় আমদানি শৃঙ্খল ভেঙে পড়লে ভারতীয় প্রযুক্তি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দেশীয় উৎপাদনকে বাড়ানো এখন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়—বরং এটি একটি কৌশলগত নিরাপত্তার প্রশ্নও।

সরকার জানিয়েছে, ₹7,280 কোটি টাকার এই প্রকল্পের আওতায় দেশে আধুনিক রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদন ইউনিট তৈরি হবে। বেসরকারি ও সরকারি বিনিয়োগকারীদের যৌথ অংশীদারিতে উন্নত প্রযুক্তি আনা হবে। উচ্চ-ক্ষমতার NdFeB সিন্টারড ম্যাগনেট তৈরিতে ভারত নিজস্ব ক্ষমতা গড়ে তুলবে। মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত মিশনকে টেকনোলোজি-লেভেলে উন্নীত করা হবে।

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, এতে দেশের প্রযুক্তি শিল্পে এক বড় রকমের পরিবর্তন আসবে। শুধু উৎপাদন নয়, গবেষণা, উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই কর্মসংস্থান বাড়বে লক্ষাধিক। চিন্তার অবসান—চীনের ওপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ বিশ্ববাজারে রেয়ার আর্থ উপাদানে চীনের দাপট বহুদিনের। রেয়ার আর্থ অক্সাইড, এলয় ও ম্যাগনেট উৎপাদনের ৮৫–৯০% চীনেই হয়। তাই এই সিদ্ধান্ত ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দেশীয় উৎপাদন শুরু হলে ডিআরডিও থেকে এইচএএল—সব সংস্থাই দীর্ঘমেয়াদি নিরাপদ সরবরাহ শৃঙ্খল পাবে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। টেক-ইন্ডাস্ট্রি এই উদ্যোগকে “গেম-চেঞ্জার” বলে আখ্যা দিয়েছে। ইভি ম্যানুফ্যাকচারাররাও জানিয়েছে, দেশীয় ম্যাগনেট উৎপাদন শুরু হলে ব্যাটারি-মোটর খরচ কমবে এবং ইভির দামও আরও সহজলভ্য হবে।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স (FICCI) জানিয়েছে, এই প্রকল্প ভারতের টেক-উৎপাদন খাতে এক নতুন যুগের সূচনা করবে।  ভারত প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যে বড় স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন পূরণের দিকেই এই ₹7,280 কোটি টাকার স্কিম এক শক্ত মাইলফলক। রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদনকে দেশেই গড়ে তুলতে পারলে ভারত শুধু আমদানি নির্ভরতা কমাবে না—বরং আগামী দশকে বিশ্বের অন্যতম টেক-ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular