মধ্যবিত্তদের হাসি ফুটবে ২০২৫ আর্থিক বর্ষের বাজেটে?

Sitharaman Launches Pre-Budget Consultations with Economists and Agriculture Sector Stakeholders

৫ ফেব্রয়ারি দিল্লিতে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে ১ লা ফেব্রয়ারি মোদী সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। গতবছর বাজেট নিয়ে একাধিক বার উত্তাল হয়েছে সংসদ চত্বর। তৃণমূল, কংগ্রেস, সমাজবাজীপার্টি সহ বিভিন্ন বিধোরী ইন্ডিয়া জোটের সদস্যরা বারংবার বৈষমের অভিযোগ তুলেছিলেন বাজেট নিয়ে।

Advertisements

এই বাজেটে বিশেষ অর্থের প্যাকেজ দেওয়া হয়েছিল বিহার এবং অন্ধপ্রদেশকে। বঞ্চিত হয়েছিল বাংলা, কর্ণাটক, তামিলনাড়ু সহ একাধিক বিজেপি বিরোধী শাসিত রাজ্যকে। যা নিয়ে কটাক্ষও করেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তবে এবার কী বাজেটে অর্ন্তভূক্ত হবে বাংলা, কর্ণাটক,তামিলনাড়ু রাজ্য ?

   

তিন লক্ষ টাকা বার্ষিক আয়ের অর্ন্তভূক্ত ব্যাক্তিদের কর বিনামূল্যে করেছিল সরকার। তিন লক্ষের বেশি আয়ের ব্যাক্তিরা বার্ষিক আয় অনুসারে এই তালিকাতে অর্ন্তভূক্ত আছে । এতে রোজগারের একটা অংশ চলে যাচ্ছে আয়কর দিতে। আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আকাশছোঁয়া। সব মিলিয়ে যেন এক নাজেহাল পরিস্থিতির শিকার মধ্যবিত্তরা। তবে এবারের বাজেটে কী মধ্যবিত্তদের জন্য কোনো উপহার রাখছে মোদী সরকার ?

Advertisements

আগামী ৩১ শে জানুয়ারি সংসদে বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হতে চলেছে। এবং তা চলতে পারে ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি সুত্রের খবর অনুয়ায়ী, আগামী ১ লা ফেব্রুয়ারি সংসদে সকাল ১১ টায় ২০২৫-২০২৬ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামাণ।
চলতি বছরের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা আয়কর আইন বদল সংক্রান্ত বিল সংসদে পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের দাবি, এর ফলে আয়কর ব্যবস্থা আরও সরল হবে। মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো বা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

মধ্যবিত্ত এবং করদাতাদের জন্য বড় ছাড়ের ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে। এতে অনেকটাই সুরাহা মিলবে। মধ্যবিত্তদের জন্য ৫টি বড় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। পাশাপাশি এ বারের বাজেটে মানুষের হাতে বেশি করে টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে সরকার হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।