হঠাৎ কোনো বড় চিকিৎসাজনিত খরচ অনেক সময় গোটা পরিবারের আর্থিক পরিকল্পনাকে ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে যদি পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমা না থাকে, তখন বড় ভরসা হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মের দেওয়া ‘নো-কস্ট ইএমআই’ ভিত্তিক স্বাস্থ্য ঋণ। বর্তমানে একাধিক লেন্ডিং প্ল্যাটফর্ম এমন সুবিধা দিচ্ছে, যেখানে গ্রাহকরা চিকিৎসার খরচ শোধ করতে পারবেন মাসিক কিস্তিতে, তাও আবার শূন্য সুদে বা খুব কম খরচে।
নিচে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন সংস্থা কী ধরনের মেডিক্যাল লোন দিচ্ছে, কারা আবেদন করতে পারবেন, আর কী কী কাগজপত্র লাগবে।
বাজাজ ফিনসার্ভ হেলথ
- সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত ‘হেলথ ইএমআই কার্ড’-এর মাধ্যমে চিকিৎসা ঋণ।
- ব্যারিয়াট্রিক, কসমেটিক ও ডেন্টাল সার্জারিসহ নানা চিকিৎসা কাভার করা হয়।
- ১২০০-রও বেশি হাসপাতালের সঙ্গে যুক্ত।
যোগ্যতা: ভারতীয় নাগরিক, বয়স ২৩–৬০ বছর (বেতনভোগী), ৬৫ বছর (স্বনিযুক্ত)। নিয়মিত আয়ের উৎস থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: পরিচয়পত্র (আধার ইত্যাদি), আয়ের প্রমাণপত্র (বেতন স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি)। বিদ্যমান গ্রাহকদের কেবল আয়ের প্রমাণপত্র লাগবে।
ফাইব (Fibe) Medical Loans India
- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যঋণ, কোনো ডাউন পেমেন্ট ছাড়া।
- ৩ মাস থেকে ৩৬ মাসে কিস্তি শোধের সুবিধা।
- আগাম লোন বন্ধ করলে কোনো চার্জ নেই।
যোগ্যতা: ভারতীয় নাগরিক, বয়স ১৯–৬০ বছর, মাসিক আয় অন্তত ১৫,০০০টাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
- সুস্পষ্ট ছবি
- পরিচয়পত্র (পাসপোর্ট/আধার/প্যান/ড্রাইভিং লাইসেন্স)
- ঠিকানার প্রমাণ (ভোটার আইডি/ইলেকট্রিসিটি বিল/ভাড়ার চুক্তি ইত্যাদি)
- আয়ের প্রমাণ (শেষ ৩ মাসের বেতন স্লিপ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট)
বিশেষ সুবিধা: লক্ষ্মী ডেন্টালের সঙ্গে যৌথ উদ্যোগে ১৫,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ডেন্টাল লোন, জিরো ইন্টারেস্ট ইএমআই-তে।
আরোগ্য মিত্র
- স্টার্টআপ হেলথকেয়ার সংস্থা, গ্রামীণ ও শহুরে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে।
- সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ঋণ, ৩ মাস থেকে ১২ মাসে কিস্তি।
যোগ্যতা: ভারতীয় নাগরিক, বয়স ১৮–৬৫ বছর, মাসিক আয় অন্তত ₹১৫,০০০। স্বনিযুক্ত বা বেতনভোগী হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- পরিচয়পত্র (প্যান/আধার)
- ঠিকানার প্রমাণ (ইউটিলিটি বিল/পাসপোর্ট/ভাড়ার চুক্তি)
- শেষ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
- ব্যবসার প্রমাণ (জিএসটি রেজিস্ট্রেশন/শপ রেজিস্ট্রেশন/বিদ্যুতের বিল ইত্যাদি)
হেক্সা হেলথ
- হেলথটেক প্ল্যাটফর্ম, মূলত সার্জারির জন্য ঋণ দেয়।
- লোনের পরিমাণ নির্ভর করবে আবেদনকারীর আয়, ক্রেডিট স্কোর ও যোগ্যতার উপর।
যোগ্যতা: ভারতীয় নাগরিক, বয়স ১৮–৬৫ বছর, মাসিক আয় অন্তত ১৫,০০০টাকা। ক্রেডিট স্কোর অন্তত ৭০০ হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: পরিচয় ও ঠিকানার প্রমাণ, বেতন স্লিপ, কর্মসংস্থানের প্রমাণ।
অতিরিক্ত খরচ ও সতর্কতা
প্রতিটি প্ল্যাটফর্ম সাধারণত ১.৫%–৪% প্রসেসিং ফি নেয়।
ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নো-কস্ট বা লো-কস্ট ইএমআই অফার করলেও ব্যাঙ্ক ও এনবিএফসি (নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি) চিকিৎসা ঋণে নিয়মিত সুদের হার ধার্য করে, যা মূলত ব্যক্তিগত ঋণের সুদের সমান।