ক্যালেন্ডার বদলে ২০২৬ আসতেই সাধারণ মানুষের জন্য এল দুঃসংবাদ। বছরের প্রথম দিনেই একধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের (Commercial LPG) দাম। তেল সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই ১৯ কেজি সিলিন্ডারের দাম একলাফে ১১১ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন বছরের শুরুতেই এই মূল্যবৃদ্ধির জেরে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ রেস্তরাঁ মালিক থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসায়ীদের।
একনজরে বড় শহরগুলিতে নতুন দাম
বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়। সেই নিয়ম মেনেই আজ থেকে কার্যকর হয়েছে নতুন তালিকা:
কলকাতা: কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৬৮৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৭৯৫ টাকা।
দিল্লি: দেশের রাজধানীতে দাম ১,৫৮০.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৬৯১.৫০ টাকা।
মুম্বই: বাণিজ্যনগরীতে সিলিন্ডার প্রতি নতুন দাম দাঁড়িয়েছে ১,৬৪২.৫০ টাকা।
চেন্নাই: দক্ষিণের এই শহরে নতুন দাম ১,৭৩৯.৫০ টাকা।
স্বস্তি গৃহস্থালিতে: অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম LPG gas price hike
বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও স্বস্তির খবর এই যে, ১৪.২ কেজির রান্নার গ্যাসের (Domestic LPG) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গত বছর নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন। এরপর এপ্রিলে ৫০ টাকা দাম বাড়লেও গত কয়েক মাস ধরে তা স্থির রয়েছে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য থাকছে ৮৭৯ টাকা। মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে এই মুহূর্তে বাড়তি চাপ না পড়লেও পরোক্ষ প্রভাবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চাপে ব্যবসায়ীরা, প্রভাব পড়বে সাধারণের পকেটেও
বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়। জ্বালানির দাম বাড়লে রেস্তরাঁর খাবারের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে। পাশাপাশি, যারা এলপিজি (LPG) চালিত গাড়ি ব্যবহার করেন, তাঁদের যাতায়াত খরচও অনেকটা বেড়ে যাবে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির এক বড় ধাক্কা সামলাতে হচ্ছে দেশবাসীকে।
Business: Commercial LPG price hike 2026: 19kg cylinder rates surge by ₹111 on January 1. Check the latest gas prices in Kolkata, Delhi, Mumbai, and Chennai. While commercial rates rise, domestic cooking gas prices remain unchanged for households.
