LPG cylinder price: বছরশেষে সুখবর, গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমল ৩৯ টাকা, কলকাতায় কত?

LPG Cylinder Prices

LPG cylinder price:বছর শেষে সুখবর নিয়ে এল গ্যাসের দাম। আবারও দাম কমল গ্যাস সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৯ টাকা ৫০ পয়সা কমাল পেট্রোলিয়াম কোম্পানিগুলি। চারটি মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমছে। ২২ ডিসেম্বর থেকে কার্যকরী হবে নতুন দাম।

Advertisements

দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়িয়েছিল পেট্রোলিয়াম সংস্থাগুলি। তারপর প্রায় ৫৭.৫০ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এখন ফের ৩৯.৫০ টাকা কমল দাম। তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমে বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) নতুন দাম হবে দিল্লিতে ১৭৫৭ টাকা, কলকাতায় ১৮৬৮ টাকা। মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হবে ১৭১০ টাকা এবং চেন্নাইতে ১৯২৯ টাকা।   

Advertisements

সেপ্টেম্বর এবং অক্টোবরের গোড়ায় দুধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নভেম্বরের গোড়ায় তা এক ধাক্কায় ১০১ টাকা বেড়ে যায়। ফের দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। এই দাম কমার ফলে  বছর শেষে স্বস্তি হোটেল, রেস্তোরাঁগুলির মালিকের।