লাডকি বাহিন প্রকল্পে e-KYC ধাক্কা! সময়সীমা বাড়ানোর দাবি জোরাল

Ladki Bahin Yojana,

মহারাষ্ট্র সরকারের ‘লাডকি বাহিন যোজনা’ (Ladki Bahin Yojana)-র উপভোক্তাদের জন্য এল জরুরি বার্তা। রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে e-KYC বাধ্যতামূলক, কিন্তু এখনো পর্যন্ত ১ কোটির বেশি মহিলার e-KYC সম্পূর্ণ হয়নি। এই কারণে আগামী কিস্তির টাকায় জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সরকার সূত্রের খবর—ডেডলাইন বাড়ানোর সম্ভাবনাই বেশি।

Advertisements

কেন ১ কোটি মহিলার e-KYC অসম্পূর্ণ?
মহারাষ্ট্র সরকারের নারী কল্যাণমূলক এই জনপ্রিয় প্রকল্পে প্রায় ২.৫ কোটি নারী নথিভুক্ত হয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে মাত্র ১.৩ কোটি মহিলা এখন পর্যন্ত e-KYC সম্পূর্ণ করেছেন। ফলে বাকি ১ কোটিরও বেশি নারী এখনো অপরিচালিত। প্রশাসনিক অসুবিধা, তথ্যের অভাব, প্রযুক্তিগত সমস্যা এবং গ্রামীণ মহিলাদের অনলাইন প্রক্রিয়া সম্বন্ধে অজ্ঞতা—এই চারটি প্রধান কারণকে e-KYC পিছিয়ে থাকার জন্য দায়ী করা হচ্ছে।

   

ডেডলাইন বাড়ার সম্ভাবনা কেন?
মহারাষ্ট্রের নারী ও শিশু উন্নয়ন দফতরের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এত বিপুল সংখ্যক মহিলাকে একসাথে প্রকল্প থেকে বাদ দেওয়া “অন্যায্য ও অযৌক্তিক” হবে। তাই ১৮ নভেম্বরের মধ্যে সকলের e-KYC সম্পূর্ণ না হলে সরকার ডেডলাইন বাড়ানোর বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে। সরকারের উদ্দেশ্য—যোগ্য সকল নারী যেন ১,৫০০ টাকার মাসিক কিস্তি পান, এবং কোনও উপভোক্তা যেন সুবিধা থেকে বঞ্চিত না হন।

মিনিটের মধ্যেই সম্পূর্ণ করুন e-KYC—প্রক্রিয়া অত্যন্ত সহজ:
লাডকি বহিন যোজনার e-KYC করা অত্যন্ত সহজ এবং মাত্র কয়েক মিনিটেই সম্পন্ন করা যায়। মহিলারা চাইলে নিজেরাই অনলাইনে করতে পারেন অথবা নিকটবর্তী আঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটু সেন্টার বা তহসিল অফিসে গিয়ে সহজেই e-KYC সম্পূর্ণ করতে পারবেন।

Advertisements

অনলাইনে e-KYC করার ধাপসমূহ:
প্রথমে ভিজিট করুন সরকারি ওয়েবসাইট ladakibahin.maharashtra.gov.in,
হোমপেজে থাকা ‘eKYC’ অপশনে ক্লিক করুন,
আধার নম্বর, ক্যাপচা দিয়ে OTP নিন,
OTP সাবমিট করলে যদি আগে করা থাকে দেখাবে ‘eKYC already done’,
নতুন হলে স্বামীর অথবা বাবার আধার নম্বর দিয়ে দ্বিতীয় OTP দিন।

এরপর জাতি বিভাগ নির্বাচন করুন:
দুটি ঘোষণা দিতে হবে—
১) পরিবারে কেউ সরকারি চাকরি বা পেনশনে নেই
২) পরিবারে মাত্র এক বিবাহিতা ও এক অবিবাহিতা নারীই প্রকল্পের সুবিধা পাচ্ছেন

সব শেষে Submit করলে ‘Success’ বার্তা দেখাবে
e-KYC সম্পূর্ণ হলে উপভোক্তারা নিশ্চিন্তে আগামী কিস্তির ১,৫০০ টাকা পাবেন।