আলু ৪০, লঙ্কা ১৪০, আদা ২০০ – জেনে নিন আজকের বাজারদর

বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া…

vegetable price today in kolkata 24 august 2025

বাংলার বর্ষা ঢুকলেও (Kolkata Market Price) এখনও নিস্তার মেলেনি গরম থেকে। উত্তরবঙ্গ ভেসে গেলেও এখনও সে-রকম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। আর তার জেরেই সবজির দাম আকাশছোঁয়া (Kolkata Market Price)। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী।

কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু ৪০ টাকা, পেঁয়াজ ৫০-৫৫ টাকা কেজি দরে বিকোচ্ছে। জ্যোতি আলুর দাম অবশ্য কিছুটা কম। বেগুন ১০০ টাকা কেজি, টম্যাটো ৮০, লঙ্কা ১৪০, আদা ২০০ টাকা, রসুন ৩০০ টাকা, উচ্ছে ৮০-১০০ টাকা, সজনে ডাঁটা ২৫০ থেকে ৩০০, ঢ্যাঁড়শ ৮০, পটল ৫০, পেঁপে ৫০ টাকা কেজিতে বিকোচ্ছে।

   

মাছের দাম শুনলেও আপনার চোখ কপালে উঠবে। রুই কেজিতে ২৮০-৩৩০ টাকা, কাতলা কেজিতে ৪০০-৪৫০ টাকা, ট্যাংরা ৭০০, পাবদা ৬০০-৭০০, পমফ্রেট ৮০০ টাকা কেজি, ভেটকি ৮০০, বাগদা চিংড়ি ৮০০, গলদা চিংড়ি ৭০০-৮০০ টাকাতে বিকোচ্ছে। ইলিশের দাম ওজন অনুযায়ী, দেড় কেজির বেশি হলে দাম প্রায় ১৮০০ টাকা কেজি।

জ্বালানি তেলের দামে স্বস্তি! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

Advertisements

বাজারদর নিয়ন্ত্রণে মমতার বৈঠকের পর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। ময়দানে নেমেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা। নিয়ম করে বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন তারা। কিন্তু তা সত্ত্বেও কি নিয়ন্ত্রণে এসেছে বাজারদর? ক্রেতাদের একাংশ জানাচ্ছেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের সদস্যরা এলে সাময়িকভাবে দাম কমানো হচ্ছে।

তবে তাঁরা চলে গেলেই ফের ঊর্ধ্বমুখী হচ্ছে দাম। কলকাতা থেকে জেলা, সর্বত্রই সবজির আগুনদর। আলু, পেঁয়াজ, উচ্ছে, বেগুনে হাত দিলে আপনার হাতে ছ্যাঁকা লাগবেই। শুধু সবজিই নয়, পাল্লা দিয়ে দাম বেড়েছে মাছ-মাংসের। মুরগির ডিম এবং হাঁসের ডিমের দামও ঊর্ধ্বমুখী। একই সঙ্গে চাল-ডাল-তেল-মশলারও দাম বেড়েছে।

গুগল ম্যাপ দেখার সময় আপনি কি বিভ্রান্ত? অবলম্বন করুন এই কৌশল