কলকাতায় কালীপুজো-দীপাবলির বাজার ১৭ হাজার কোটি ছুঁল, গত বছরের তুলনায় ১৬% বৃদ্ধি

Kolkata’s Kali Puja–Diwali market touches ₹17,000 crore in 2025, a 16% rise from last year, boosting businesses, seasonal jobs, and festive economy.

কলকাতা, ২১ অক্টোবর: উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে অর্থনীতির বড়সড় উচ্ছ্বাস। এবারের কালীপুজো ও দীপাবলিকে ঘিরে কলকাতার বাজারে রেকর্ড বিক্রির ছবি উঠে এসেছে। কলকাতা ডেভেলপমেন্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, এই বছরে কেবলমাত্র উৎসবের বাজারেই লেনদেনের পরিমাণ পৌঁছেছে প্রায় ১৭ হাজার কোটি টাকায়। যা গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

Advertisements

শহরের দোকানপাট, মেলা, শোরুম, গয়না থেকে ইলেকট্রনিক্স, ফ্যাশন পোশাক থেকে সজ্জাসামগ্রী—সব ক্ষেত্রেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষজ্ঞদের মতে, উৎসবের অর্থনীতি শুধু খুচরো বাজারকেই চাঙা করছে না, পাশাপাশি তৈরি করছে অস্থায়ী কর্মসংস্থান, যা হাজারো পরিবারের জন্য বড় সহায়ক।

প্যান্ডেল হপিং, আলোকসজ্জা, মিষ্টি কেনা বা আতশবাজির বাজার—প্রতিটি ক্ষেত্রেই প্রবল চাহিদা দেখা গেছে। দীপাবলিকে ঘিরে সোনার দোকানেও ব্যাপক ভিড় জমেছে। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের তথ্য বলছে, গত বছরের তুলনায় এ বছর সোনার বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

শুধু শহরের ব্যবসা নয়, আশেপাশের জেলাতেও এর প্রভাব পড়ছে। কলকাতার পাইকারি বাজার থেকে শুরু করে ছোট ব্যবসায়ী পর্যন্ত সকলে লাভবান হচ্ছেন। বিশেষত, অনলাইন শপিং প্ল্যাটফর্মেও এবারের উৎসব মৌসুমে রেকর্ড সেল হয়েছে বলে জানা গেছে।

Advertisements

অর্থনীতিবিদদের মতে, কলকাতার উৎসবের বাজার দেশের অন্যতম বড় মৌসুমি অর্থনীতি, যা নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবকেন্দ্রিক এই অর্থনৈতিক প্রবাহই শহরের ক্ষুদ্র ব্যবসা থেকে বড় কর্পোরেট—সবাইকে সমানভাবে টিকিয়ে রাখে।

সব মিলিয়ে, আলোর উৎসব শুধু সাংস্কৃতিক উদযাপনই নয়, অর্থনীতির চাকা ঘোরানোর অন্যতম বড় উৎসব হিসেবেও প্রমাণিত হচ্ছে কলকাতায়।