HomeBusinessবিয়ের আগে বড় ধাক্কা! এক লাফে বেড়ে গেল সোনার দর, চিন্তায় গৃহস্থরা

বিয়ের আগে বড় ধাক্কা! এক লাফে বেড়ে গেল সোনার দর, চিন্তায় গৃহস্থরা

- Advertisement -

সোনার বাজারে চড়াই-উতরাই যেন থামছেই না। টানা কয়েক দিনের দাম পতনের পর এবার ফের উর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবারের তুলনায় শনিবারও সোনার দাম (Gold Price) বাড়তে শুরু করেছে। বিশেষ করে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাটের সোনার বাজারে দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের নজর কাড়ছে।

কলকাতার বাজারে আজকের দাম অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১১,১৮৫০ টাকা, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১২,২০২০ টাকা। এর ফলে যারা কিছুদিন ধরেই সোনার দাম কমার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এখন সতর্কতার সংকেত।

   

দিল্লি ও মুম্বইতেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,২০০০ টাকা, এবং ২৪ ক্যারাটের দাম ১২,২১৭০ টাকা। মুম্বইতেও দাম প্রায় কলকাতার সমান—১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১১,১৮৫০ টাকা, ২৪ ক্যারাট ১২,২০২০ টাকা।

সোনার দামের ওঠানামার পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল মার্কেটে সোনার দাম বেড়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে দেশীয় বাজারেও প্রতিফলিত হয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের অবস্থান এবং শেয়ার বাজারের ওঠানামাও সোনার বাজারকে প্রভাবিত করে। যখন ডলারের মান বৃদ্ধি পায়, তখন সোনা ক্রয় করা তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়, আর ডলারের মান কমে গেলে সোনার দাম বৃদ্ধি পায়।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular