ছুটির দিনে সোনা সস্তা, নাকি আরও চড়া, দাম জানুন এক ঝলকে

যতদিন যাচ্ছে ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে সোনার দাম (Gold Price) । প্রতিদিনই তার দামে নতুন রেকর্ড গড়ছে বাজার। সামনেই পুজো সোনা (Gold Price)  কেনার ইচ্ছা…

kolkata-gold-price-today-fresh-hike-recorded-on-sept-14-2025

যতদিন যাচ্ছে ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে সোনার দাম (Gold Price) । প্রতিদিনই তার দামে নতুন রেকর্ড গড়ছে বাজার। সামনেই পুজো সোনা (Gold Price)  কেনার ইচ্ছা থাকলেও পকেটে পরছে টান। আবার সামনেই বিয়ের মরশুম। তাই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু (Gold Price) । আজও সেই ধারাবাহিকতা বজায় রইল— ফের বাড়ল সোনার দাম। শুধু সোনা নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও। ফলে পুজোর আগে গহনা কেনায় আরও চাপ তৈরি হয়েছে মধ্যবিত্ত ক্রেতাদের কাঁধে।

আজকের সোনার দাম (১৪ সেপ্টেম্বর)

   

আবহমানকাল থেকেই সোনা (Gold Price) কেবল অলঙ্কার হিসেবেই নয়, নিরাপদ বিনিয়োগ হিসেবেও ধরা হয়। কিন্তু লাগাতার দামের ঊর্ধ্বগতিতে সেই স্বপ্ন এখন অধরাই হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে। আজকের বাজারে ২২ ক্যারেট সোনার দাম (Gold Price)  দাঁড়িয়েছে—

১ গ্রাম: ১০,২০১(Gold Price) 

১০গ্রাম: ১,০২,১০০

১০০ গ্রাম: ১০,২০,১০০(Gold Price) 

অর্থাৎ একদিনে প্রায় ১০০ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম।

অন্যদিকে ২৪ ক্যারাট খাঁটি সোনার বাজারমূল্য আরও চড়া।

Advertisements

১ গ্রাম: ১১,১২৯(Gold Price) 

১০ গ্রাম: ১,১১,২৯০

১০০ গ্রাম: ১১,১২,৯০০(Gold Price) 

রুপোর বাজারও উর্ধ্বমুখী

সোনার পাশাপাশি রুপোর দামও ঊর্ধ্বমুখী ধারায় এগোচ্ছে। বিবাহ, উৎসব বা শিল্পক্ষেত্রে রুপোর ব্যবহার ব্যাপক। তাই দামের উত্থান- পতন সরাসরি প্রভাব ফেলে বাজারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বাড়ায় দেশীয় বাজারেও রুপোর দাম হু-হু করে বাড়ছে।