সোনা কিনবেন আজ? কলকাতায় ফের চড়ল সোনার দর, জানুন রেট

Gold price today in India

কলকাতা: সোনার দামে আবারও দেখা গেল ঊর্ধ্বগতি। গত কয়েকদিন ধরেই দাম একবার বাড়ছে, তো আবার খানিক কমছে। শনিবার, ১২ জুলাই সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কিছুটা বেড়েছে।

Advertisements

এদিকে, রুপোর দামেও হালকা চাঞ্চল্য থাকলেও সোনার দিকেই এখন বেশি নজর বিনিয়োগকারীদের।

আজ, ১২ জুলাই কলকাতায় সোনার দাম কত?

২২ ক্যারেট গয়নার সোনা: প্রতি গ্রাম নয় হাজার একশো চল্লিশ টাকা

২৪ ক্যারেট খাঁটি সোনা: প্রতি গ্রাম নয় হাজার নয়শো একাত্তর টাকা

১৮ ক্যারেট সোনা: প্রতি গ্রাম সাত হাজার চারশো ঊনআশি টাকা

উল্লেখ্য, এর সঙ্গে জিএসটি ও মেকিং চার্জ আলাদা করে যোগ হবে।

Advertisements

গতকালের তুলনায় কতটা পার্থক্য? Kolkata Gold Price Today

শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ছিল নয় হাজার একুশ টাকা প্রতি গ্রাম। ২৪ ক্যারেট সোনা ছিল নয় হাজার আটশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম। ১৮ ক্যারেট সোনা বিক্রি হয়েছিল সাত হাজার তিনশো একাশি টাকায়। অর্থাৎ এক দিনে প্রতি গ্রামে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

এবার কি সোনার দাম আরও বাড়বে?

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপোড়েন, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা, এবং ফিউচার ট্রেডিংয়ের চাপেই দাম চড়ছে। অনুমান করা হচ্ছে, এই ধারা বজায় থাকলে আগামী দিনে সোনার দাম ৯৫ হাজার টাকা প্রতি ১০ গ্রাম-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে বিয়ের মরশুম শেষ হলে অথবা চাহিদা কমলে কিছুটা স্বস্তি মিলতেও পারে।

কেন উঠছে সোনার দাম?

*  আন্তর্জাতিক বাজারে অস্থিরতা

  • বিনিয়োগকারীদের চাহিদা
  • ডলার-রুপির মানের ওঠানামা
  • ফিউচার মার্কেটে সক্রিয়তা

এই সব কারণেই সোনার দামে প্রতিদিন দেখা যাচ্ছে বড়সড় পরিবর্তন।

এখন সোনা কিনবেন, না অপেক্ষা করবেন?

যাঁদের বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য সোনা কেনার পরিকল্পনা রয়েছে, তাঁদের এখনই বাজার দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো। বিনিয়োগের জন্যও দাম আরও বাড়তে পারে, এমনই বলছেন অর্থনীতিবিদরা।