চলছে চালাকি! থার্ড-পার্টি অ্যাপে লুকিয়ে রাখা হচ্ছে Jio-র সস্তা রিচার্জ প্ল্যান, কীভাবে খুঁজে পাবেন?

ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের অজান্তেই এক বড় কৌশল গ্রহণ করছে, যা অনেকেই জানেন না। বহু জিও গ্রাহক যখন PhonePe, Google…

Jio

ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা Reliance Jio তাদের গ্রাহকদের অজান্তেই এক বড় কৌশল গ্রহণ করছে, যা অনেকেই জানেন না। বহু জিও গ্রাহক যখন PhonePe, Google Pay, Paytm কিংবা Amazon Pay-এর মতো থার্ড-পার্টি প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করতে যান, তখন তাঁদের সামনে জিও-র সস্তা ও ভ্যালু প্ল্যানগুলি দেখানোই হয় না। এর ফলে, না জেনেই অনেক গ্রাহক দামি প্ল্যান বেছে নিচ্ছেন এবং অপ্রয়োজনীয় খরচ করে ফেলছেন।

Jio-র সস্তা প্ল্যান

থার্ড-পার্টি অ্যাপে জিও-র যেসব সস্তা রিচার্জ প্ল্যান দেখা যাচ্ছে না, সেগুলি পাওয়া যাচ্ছে MyJio অ্যাপ এবং জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে। এই প্ল্যাটফর্মগুলিতে যে প্ল্যানগুলো দেখা যাচ্ছে, সেগুলির মধ্যেই রয়েছে Voice-only ভ্যালু প্ল্যান, ১GB ও ১.৫GB দৈনিক ডেটা প্ল্যান এবং আরও কিছু পকেট-ফ্রেন্ডলি অফার। অথচ, এই প্ল্যানগুলো থার্ড-পার্টি রিচার্জ অ্যাপে একেবারেই দৃশ্যমান নয়।

   

iQOO 13 Ace Green লঞ্চ হল, 6000mAh ব্যাটারি ও 50MP ট্রিপল ক্যামেরা সহ মিলছে ফ্ল্যাগশিপ ফিচার

বিশেষজ্ঞদের মতে, এটি জিও-র একটি সচেতন কৌশল হতে পারে। সংস্থা চাইছে গ্রাহকরা যেন বেশি দামি প্ল্যান বেছে নেয় এবং কম দামের প্ল্যান এড়িয়ে চলে। পাশাপাশি, জিও তাদের গ্রাহকদের নিজস্ব অ্যাপ ও ওয়েবসাইটে নিয়ে যেতে চাইছে, যাতে তারা ওই প্ল্যাটফর্মগুলিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ, জিও-র দৃষ্টিভঙ্গি হলো, থার্ড-পার্টি অ্যাপে সীমিত বিকল্প দেখিয়ে গ্রাহককে তাদের নিজস্ব চ্যানেলে নিয়ে আসা।

Advertisements

কীভাবে বাঁচবেন এই ‘দৃশ্যমানতার ফাঁদ’ থেকে?

আপনি যদি জিও-র রিচার্জ করতে গিয়ে সঠিক দাম এবং সুবিধা চান, তাহলে জিও-র অফিসিয়াল ওয়েবসাইট বা MyJio অ্যাপ থেকেই রিচার্জ করা সবচেয়ে ভালো। এর ফলে আপনি সমস্ত উপলব্ধ প্ল্যান দেখতে পারবেন এবং নিজের পছন্দ মতো সস্তা ও উপযুক্ত বিকল্প বেছে নিতে পারবেন। এছাড়াও, আপনার আগের রিচার্জ হিস্টোরি অনুযায়ী সুবিধাজনক প্ল্যান ব্যবহার করাই শ্রেয়। কেবলমাত্র লিস্টে যা দেখা যাচ্ছে, তা দেখে রিচার্জ করে ফেলবেন না – এতেই আপনার অর্থ সাশ্রয় হবে।

প্রসঙ্গত, এখনকার ডিজিটাল যুগে টেলিকম সংস্থাগুলির স্ট্র্যাটেজি অনেক সময় গ্রাহকদের অজান্তেই ব্যয় বাড়িয়ে দেয়। জিও-র এই ধরনের পদক্ষেপ থেকে বাঁচতে হলে গ্রাহকদের আরও সচেতন হতে হবে এবং সঠিক জায়গা থেকে রিচার্জ করে নিজের পছন্দ মতো প্ল্যান বেছে নিতে হবে। সাশ্রয় করতে চাইলে থার্ড-পার্টি অ্যাপ নয়, বরং জিও-র অফিসিয়াল প্ল্যাটফর্মই হোক আপনার রিচার্জের ঠিকানা।