Jio ইউজারদের জন্য সুখবর, প্রতি রিচার্জে মিলবে আনলিমিটেড 5G ডেটার সুবিধা

Jio Recharge Plans

ভারতের টেলিকম বাজারে Reliance Jio বরাবরই তার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে আসে। এবার সংস্থা এমন এক সুযোগ নিয়ে এসেছে, যার ফলে 5G স্মার্টফোন ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার মজা নিতে পারবেন। তবে এর জন্য কিছু নির্দিষ্ট আপগ্রেড প্ল্যান বেছে নিতে হবে। অনেকের ক্ষেত্রেই দেখা যায়, তাঁরা এমন প্ল্যান ব্যবহার করছেন যাতে আনলিমিটেড 5G ডেটা নেই। কিন্তু খুশির খবর হল, বর্তমান প্ল্যান শেষ হওয়ার জন্য অপেক্ষা না করেই সেই প্ল্যানের জন্য অতিরিক্ত টাকা দিয়ে তা আপগ্রেড করে নেওয়া যাবে। এর ফলে 4G গ্রাহকরা অতিরিক্ত ডেটা এবং 5G গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।

Advertisements

Jio-র ৫১ টাকার প্রিপেইড প্ল্যান

Jio-র সবচেয়ে সস্তা আপগ্রেড প্ল্যান হল ৫১ টাকা। এতে 4G ইউজাররা প্রতিদিন ৩জিবি ডেটা পাবেন। তবে 5G ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল আনলিমিটেড 5G ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি আপনার সক্রিয় প্ল্যানের মতোই থাকবে, অর্থাৎ আলাদা করে কোনো মেয়াদ নির্ধারণ করা নেই।

১০১ টাকার প্রিপেইড প্ল্যান

যারা একটু বেশি ডেটা চান তাঁদের জন্য রয়েছে ১০১ টাকার আপগ্রেড প্ল্যান। এখানে 4G গ্রাহকরা মোট ৬জিবি অতিরিক্ত ডেটা পান। অন্যদিকে, 5G গ্রাহকরা একই ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারেন। এটি ডেটা-ওনলি প্ল্যান, তাই এর মূল ফোকাস ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ানো।

Advertisements

১৫১ টাকার প্রিপেইড প্ল্যান

এই আপগ্রেড প্যাকটি তুলনামূলকভাবে সবচেয়ে দামি। মাত্র ১৫১ টাকা খরচে 4G ইউজাররা ৯জিবি অতিরিক্ত ডেটা পেয়ে থাকেন। একইসঙ্গে, 5G গ্রাহকদের জন্য আনলিমিটেড 5G ডেটার সুযোগ থাকে। এখানেও ভ্যালিডিটি আপনার মূল প্ল্যানের সমান, তাই আলাদা মেয়াদ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

Reliance Jio-র এই আপগ্রেড প্ল্যানগুলো মূলত সেই সমস্ত গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা তাঁদের বিদ্যমান প্ল্যানের পাশাপাশি বাড়তি সুবিধা চান। বিশেষত 5G গ্রাহকদের জন্য এটি অত্যন্ত লাভজনক, কারণ সামান্য টাকা খরচ করেই তাঁরা আনলিমিটেড 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফলে যাঁরা দ্রুত গতির ডেটা অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই আপগ্রেড প্ল্যান নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে।