Jio একলাফে রিচার্জের খরচ 90 টাকা বাড়াল, বন্ধ হল এই তিন জনপ্রিয় প্ল্যান

ভারতের শীর্ষ টেলিকম অপারেটর Reliance Jio গ্রাহকদের জন্য বড় আপডেট নিয়ে এসেছে। একদিকে সংস্থা একের পর এক নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনছে, অন্যদিকে হঠাৎ করেই…

Jio Discontinues Affordable Prepaid Plans

ভারতের শীর্ষ টেলিকম অপারেটর Reliance Jio গ্রাহকদের জন্য বড় আপডেট নিয়ে এসেছে। একদিকে সংস্থা একের পর এক নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনছে, অন্যদিকে হঠাৎ করেই জিও তাদের সাশ্রয়ী এন্ট্রি-লেভেল প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে। এখন থেকে গ্রাহকরা আর 209, 249 এবং 799 টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন না।

Advertisements

Jio-র কোন কোন প্ল্যান বন্ধ হল?

জিওর ₹209 প্ল্যানে আগে প্রতিদিন 1GB ডেটা পাওয়া যেত, সঙ্গে ছিল অসীমিত ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS-এর সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 22 দিন।

   

অন্যদিকে, ₹249 প্ল্যানেও প্রতিদিন 1GB ডেটা মিলত এবং একইভাবে অসীমিত কলিং ও SMS সুবিধা পাওয়া যেত। তবে এর ভ্যালিডিটি ছিল 28 দিন। এই দুটি প্ল্যান মূলত তাদের জন্য জনপ্রিয় ছিল যারা কম খরচে মোবাইল নম্বর অ্যাক্টিভ রাখতে চাইতেন।

Aadhaar Card ছাড়া মিলবে না সুপার-ফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট, জানুন বিশদে

এছাড়াও, সংস্থা তাদের ₹799 প্রিপেইড প্ল্যানও বাজার থেকে তুলে নিয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা পেতেন প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং অতিরিক্ত সুবিধা হিসেবে থাকত JioSaavn Pro সাবস্ক্রিপশন। প্ল্যানটির ভ্যালিডিটি ছিল 84 দিন। এখন এটি আর জিওর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে না।

এখন গ্রাহকদের জন্য কী বিকল্প?

এখন যারা 28 দিনের ভ্যালিডিটির প্ল্যান চান, তাদের কমপক্ষে ₹299 খরচ করতে হবে। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হচ্ছে। অর্থাৎ, আগের মতো 209 বা 249 টাকায় আর নম্বর চালু রাখা যাবে না। অন্যদিকে, যারা দীর্ঘমেয়াদি ভ্যালিডিটির সঙ্গে প্রতিদিন 1.5GB ডেটা চান, তাদের জন্য এখন ন্যূনতম খরচ হবে ₹889। অর্থাৎ আগের তুলনায় খরচ বাড়ল 90 টাকা।

Jio-র এই সিদ্ধান্তে অনেক সাধারণ গ্রাহক ধাক্কা খেতে পারেন, বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যের ছোট প্ল্যানের উপর নির্ভর করতেন। এখন থেকে তাদের অতিরিক্ত খরচ করে অন্তত 299 টাকার প্ল্যান নিতে হবে। যদিও এই নতুন প্ল্যানে বেশি ডেটা সুবিধা দেওয়া হচ্ছে, তবে যারা শুধু নম্বর অ্যাক্টিভ রাখার জন্য রিচার্জ করতেন তাদের কাছে এটি বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে।