HomeBusinessজীবন সনদ জমা দেওয়ার পর কীভাবে জানবেন PDA অনুমোদন দিয়েছে? জানুন বিস্তারিত

জীবন সনদ জমা দেওয়ার পর কীভাবে জানবেন PDA অনুমোদন দিয়েছে? জানুন বিস্তারিত

- Advertisement -

৩০ নভেম্বরের ডেডলাইন ঘনিয়ে আসতেই দেশজুড়ে অসংখ্য পেনশনভোগী জীবন সনদ বা জীবন প্রমাণ পত্র (Jeevan Pramaan Patra) জমা দিতে ভিড় করছেন ব্যাংক, পোস্ট অফিস ও অন্যান্য পেনশন বিতরণকারী দফতরে। আধার-ভিত্তিক এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা না দিলে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। তবে বড় সমস্যা হচ্ছে—অনেকেই বুঝতে পারছেন না তাঁদের সার্টিফিকেট পেনশন বিতরণকারী সংস্থা (PDA) গ্রহণ করেছে কি না।

জীবন প্রমাণ পত্র কী?

জীবন প্রমাণ পত্র একটি বায়োমেট্রিক-সক্ষম ডিজিটাল সার্টিফিকেট, যা কেন্দ্র ও রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য বাধ্যতামূলক। আগে যেভাবে প্রতি বছর শারীরিকভাবে অফিসে গিয়ে যাচাই করাতে হত, এখন আধার নম্বর ও আঙুলের ছাপ বা চোখের স্ক্যান দিয়ে অনলাইনে সার্টিফিকেট তৈরি করা যায়। প্রতিটি DLC-এর একটি স্বতন্ত্র Pramaan-ID থাকে, যার মাধ্যমে সংস্থাগুলি পেনশন চালু রাখার অনুমোদন করে। এই ব্যবস্থা বয়স্ক ও দূরবর্তী অঞ্চলে থাকা পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধাজনক।

   

মুখের মাধ্যমে (Face Authentication) কিভাবে DLC জমা দেবেন? Jeevan Pramaan Patra PDA Acceptance Check

বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেই জীবন সনদ তৈরি করা সম্ভব। প্রক্রিয়া—
1. ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট থাকতে হবে।
2. পেনশনভোগীর আধার নম্বর PDA-তে রেজিস্টার্ড থাকতে হবে।
3. Play Store থেকে AadhaarFaceRD অ্যাপ এবং Jeevan Pramaan Face App ডাউনলোড করুন।
4. অপারেটর অথেন্টিকেশন সম্পন্ন করুন (পেনশনভোগী নিজেই অপারেটর হতে পারেন)।
5. প্রয়োজনীয় পেনশন সংক্রান্ত তথ্য দিন।
6. একটি পরিষ্কার সেলফি তুলুন এবং সাবমিট করুন।
7. সফলভাবে জমা হলে SMS–এ সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক আসে।

কোন তথ্যগুলো বাধ্যতামূলক?

আধার নম্বর,
নাম ও মোবাইল নম্বর,
PPO নম্বর,
পেনশন অ্যাকাউন্ট নম্বর,
ব্যাংক/পোস্ট অফিসের বিবরণ,
পেনশন স্যাংশনিং অথরিটি,
পেনশন ডিসবার্সিং অথরিটি।

যে কোনো ভুল তথ্য দিলে PDA সার্টিফিকেট প্রত্যাখ্যান করতে পারে, তখন নতুন Pramaan-ID তৈরি করে পুনরায় জমা দিতে হয়।

কিভাবে জানবেন PDA ডিজিটাল লাইফ সার্টিফিকেট গ্রহণ করেছে?

DLC-এর স্ট্যাটাস চেক করতে—
1. অফিসিয়াল ওয়েবসাইটে যান: jeevanpramaan.gov.in
2. Pramaan-ID ব্যবহার করে সার্টিফিকেট ডাউনলোড করুন।
3. সার্টিফিকেটের নিচের অংশে স্পষ্টভাবে লেখা থাকে—PDA গ্রহণ করেছে নাকি প্রত্যাখ্যান করেছে।

শেষ কথা:

গ্রহণ করা হলে পেনশন স্বাভাবিকভাবে চলতে থাকবে। প্রত্যাখ্যান হলে কারণ উল্লেখ থাকে এবং দ্রুত নতুন করে জীবন সনদ জমা দিতে হয়, যাতে পেনশন বন্ধ হওয়ার ঝুঁকি না থাকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular