প্রথমবার ITR ফাইলিং করছেন? জেনে নিন ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশনের নিয়ম

আয়কর রিটার্ন (ITR) ফাইল করা এখন প্রতিটি করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যারা বেসিক ছাড়সীমার (Basic Exemption Limit) বেশি আয় করেন, তাঁদের জন্য আয়কর…

ITR Filing: Paying income tax for the first time? Step-by-step process to register on e-filing portal

আয়কর রিটার্ন (ITR) ফাইল করা এখন প্রতিটি করদাতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যারা বেসিক ছাড়সীমার (Basic Exemption Limit) বেশি আয় করেন, তাঁদের জন্য আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। এ বছর আয়কর দপ্তর নির্ধারিত সময়সীমা বাড়িয়ে দিয়েছে এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করদাতারা কোনও জরিমানা ছাড়াই ITR ফাইল করতে পারবেন।

কর ফাইলিংয়ের পুরো প্রক্রিয়াকে সহজ করার জন্য করদাতাদের জন্য চালু করা হয়েছে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল (www.incometax.gov.in)। এই পোর্টালের মাধ্যমে যেকোনও করদাতা খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিজের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, ট্যাক্স প্রোফাইল ম্যানেজ করতে পারেন এবং অন্যান্য কর-সংক্রান্ত পরিষেবা ব্যবহার করতে পারেন।

   

কারা (ITR) রেজিস্ট্রেশন করতে পারবেন?

যেকোনও ব্যক্তি, যাঁদের বৈধ প্যান কার্ড (PAN) রয়েছে, তাঁরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি চাকরিজীবী হোন বা ব্যবসায়ী, প্রথমবার ITR ফাইল করার আগে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নথি:
ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য আলাদা কোনও কাগজপত্রের ঝামেলা নেই। শুধুমাত্র তিনটি তথ্য থাকলেই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব –
1. বৈধ ও সক্রিয় প্যান কার্ড (PAN)
2. সক্রিয় মোবাইল নম্বর
3. সক্রিয় ইমেইল আইডি
পোর্টালে যে মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করবেন, সেই নম্বর ও আইডিতেই ওটিপি (OTP) পাঠানো হবে। ফলে মোবাইল ও ইমেইল চালু রাখা আবশ্যক। মনে রাখতে হবে, প্রতিটি প্যান আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয়।

ধাপে ধাপে রেজিস্ট্রেশনের গাইড:

ধাপ ১:
প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের হোমপেজে (https://www.incometax.gov.in/iec/foportal/) যান। সেখানে গিয়ে ‘Register’ অপশনে ক্লিক করুন।
ধাপ ২:
‘Register as Taxpayer’ অপশনে গিয়ে আপনার PAN নম্বর প্রবেশ করান। এরপর Validate বাটনে ক্লিক করুন। যদি আপনার প্যান নম্বর ইতিমধ্যেই রেজিস্টার্ড থাকে বা অবৈধ হয়, তবে একটি এরর মেসেজ দেখাবে।
ধাপ ৩:
প্যান ভ্যালিড হলে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার নাম, জন্মতারিখ/রেজিস্ট্রেশনের তারিখ, লিঙ্গ (যদি প্রযোজ্য হয়), এবং রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দিতে হবে। এগুলি অবশ্যই প্যান ডাটার সঙ্গে মিলে যেতে হবে। সব তথ্য দিয়ে Continue ক্লিক করুন।
ধাপ ৪:
এবার আসবে Contact Details Page। এখানে আপনার মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং ঠিকানা দিতে হবে। তথ্য পূরণ করে Continue করুন।
ধাপ ৫:
আপনার দেওয়া মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে আলাদা করে দুটি OTP পাঠানো হবে। দুটি ৬ সংখ্যার OTP যথাস্থানে দিয়ে Continue করুন।
ধাপ ৬:
প্রয়োজনে এই ধাপে আপনার দেওয়া তথ্য এডিট করতে পারবেন। সব ঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করুন।
ধাপ ৭:
এবার আপনাকে Set Password Page-এ নিয়ে যাওয়া হবে। এখানে নিজের পছন্দমতো একটি পাসওয়ার্ড দিন এবং আবার কনফার্ম পাসওয়ার্ড দিন। পাশাপাশি একটি ব্যক্তিগত বার্তা (Personalized Message) সেট করুন। সব ঠিক হয়ে গেলে Register ক্লিক করুন।
ধাপ ৮:
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনি একটি সফলতার বার্তা পাবেন। এরপর Proceed to Login ক্লিক করে লগইন করুন এবং আয়কর রিটার্ন ফাইলিং শুরু করুন।

Advertisements

কেন রেজিস্ট্রেশন জরুরি?

আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করলে করদাতারা নানারকম সুবিধা পান। যেমন –
অনলাইনে ITR ফাইল করা, পূর্ববর্তী ITR-এর তথ্য দেখা, TDS এবং ট্যাক্স ক্রেডিট যাচাই, প্যান এবং আধার লিঙ্ক করার সুবিধা, ট্যাক্স নোটিস ও যোগাযোগ অনলাইনে পাওয়া, ট্যাক্স প্রোফাইল ম্যানেজ করা।
এর ফলে করদাতাকে আলাদা করে কোনও অফিসে যেতে হয় না। সব কিছু অনলাইনে করা যায়, যা সময় ও শ্রম বাঁচায়।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে।
প্যান ডিটেলস ও অন্যান্য তথ্যের মধ্যে মিল না থাকলে রেজিস্ট্রেশন বাতিল হবে।
মোবাইল ও ইমেইলে আসা OTP নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করাতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেট করা পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করতে হবে।

যাঁরা প্রথমবার ITR ফাইল করছেন, তাঁদের জন্য ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন একটি বাধ্যতামূলক ধাপ। মাত্র কয়েক মিনিটেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। আয়কর দপ্তরের বাড়ানো সময়সীমা (১৫ সেপ্টেম্বর পর্যন্ত) করদাতাদের কিছুটা স্বস্তি দিয়েছে। তাই দেরি না করে এখনই ই-ফাইলিং পোর্টালে রেজিস্টার করুন এবং সময়মতো আয়কর রিটার্ন জমা দিয়ে ভবিষ্যতের জরিমানা এড়িয়ে চলুন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News