আয়কর নিয়ে নতুন নিয়ম,ষাটোর্ধ্বরা কি পড়ছেন এর আওতায়? জেনে নিন তথ্য (Income Tax Return)

বছরের শুরুতে প্রত্যেক মানুষের কাছেই আয়কর (Income Tax) নিয়ে একটা চিন্তা থেকেই যায়। এবার সেই সময় এসে গেছে । কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চলতি…

senior citizen

বছরের শুরুতে প্রত্যেক মানুষের কাছেই আয়কর (Income Tax) নিয়ে একটা চিন্তা থেকেই যায়। এবার সেই সময় এসে গেছে । কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চলতি আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন করার বিশেষ প্রক্রিয়া। তবে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন,তাহলে দেখে নিন আপনার জন্য আয়কর আইন অনুসারে কী নিয়ম প্রযোজ্য করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে একজন কর বিশেষজ্ঞ জানান যে যদি কোন করদাতার বয়স 60 বছরের কম তাদের একটি আর্থিক বছরের মোট আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে সেই সমস্ত করদাতাদের জন্য আয়কর জমা করার বিষয়টি বাধ্যতামূলক। এই সীমাটি পুরানো ও নতুন উভয় কর পরিকাঠামোর জন্যই সমান রাখা হয়েছে। আবার অপর পক্ষে যে সমস্ত করদাতার বয়স 60 বছর বা তার বেশি কিন্তু 80 বছরের কম, সেই নাগরিককে একজন প্রবীণ নাগরিক হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। যে সমস্ত করদাতাদের বয়স 80 বছর বা তার থেকে বেশি, সেই ব্যক্তিকে একজন সুপার সিনিয়ার সিটিজেন হিসাবে উল্লেখ করা হয়। এটিই আয়কর বিভাগের পক্ষ থেকে নির্ধারিত প্রাপ্তবয়স্কদের বয়সের সীমা। এই করদাতাদের জন্যেও আয়কর প্রদান করার নির্দিষ্ট নিয়ম রয়েছে।

   

আয়কর আইন 1961 –এর ধারা 194P ধারা অনুসারে আপনার বয়স যদি 75 বছর কিংবা তার থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আপনাকে কোন আয়কর জমা করতে হবে না। 2021 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই নিয়মটি কার্যকর করা হয়েছে। তবে, বয়স 75 বছরের কম হলে সেই ক্ষেত্রে আয়কর রিটার্ন করা বাধ্যতামূলক। তবে, 75
বছর বা তার বেশি বয়স হলে কর প্রদান না করার ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্যঃ-

i) করদাতা অর্থাৎ, সেই প্রবীণ নাগরিকের বয়স অবশ্যই 75 বছর কিংবা তার বেশি হতে হবে।

ii) এই প্রবীণ নাগরিক কে অবশ্যই পূর্ববর্তী আর্থিক বছরের জন্য একজন ‘আবাসিক’ হতে হবে।

iii) একজন প্রবীণ নাগরিকের শুধুমাত্র পেনশন ও সুদ থেকে উপার্জন থাকা উচিত। এই ক্ষেত্রে যে ব্যাঙ্ক থেকে তাঁরা পেনশন পান, সেই ব্যাঙ্ক থেকেই সুদ সংক্রান্ত আয় থাকতে হবে।

iv) প্রবীণ নাগরিক কে নির্দিষ্ট ব্যাঙ্কে একটি ডিক্ল্যারেশন প্রদান করতে হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কর ব্যাঙ্ক, চ্যাপ্টার VI-A এবং 87A –এর অধীনে ছাড় বিবেচনা করার পর প্রবীণ নাগরিকদের থেকে টিডিএস কেটে নেবে।
একবার নির্দিষ্ট ব্যাঙ্ক 75 বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য প্রযোজ্য কর কেটে নিলে তাদের আর আয়কর জমা করার কোনও প্রয়োজন থাকবে না।

এই নিয়ম জেনেরাখা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা।