ITR ফাইলিংয়ের সময়সীমা বাড়ল: নতুন ডেডলাইন কবে? কেন পিছোল তারিখ?

এখনও যাঁরা আয়কর রিটার্ন (ITR) জমা দেননি, তাঁদের জন্য সুখবর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) জানিয়েছে, ২০২৫–২৬ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা…

ITR Filing Deadline Extended

এখনও যাঁরা আয়কর রিটার্ন (ITR) জমা দেননি, তাঁদের জন্য সুখবর। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) জানিয়েছে, ২০২৫–২৬ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। অর্থাৎ, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করদাতারা বিনা জরিমানায় ITR ফাইল করতে পারবেন।

অনলাইন রিটার্ন দিতে সমস্যা

আগে সোমবার, ১৫ সেপ্টেম্বরই ছিল নির্ধারিত শেষ তারিখ। কিন্তু সেদিন প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে বহু মানুষ বিপাকে পড়েন। বিশাল সংখ্যক ব্যবহারকারীর চাপ সামলাতে গিয়ে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল কার্যত ভেঙে পড়ে। একইসঙ্গে সোমবারই চলতি অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির অগ্রিম কর দেওয়ার শেষ তারিখ ছিল, ফলে চাপ আরও বেড়ে যায়।

   

CBDT-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ITR জমা দেওয়ার সুবিধার্থে শেষ তারিখ একদিন বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর করা হয়েছে।” এ সময়ের মধ্যে পোর্টাল আপডেট রাখতে মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ২.৩০ পর্যন্ত মেইনটেন্যান্স মোডেও রাখা হয়েছিল।

৭.৩ কোটি আয়কর রিটার্ন ITR Filing Deadline Extended

আয়কর দফতর জানিয়েছে, যাঁরা পোর্টাল অ্যাক্সেস করতে অসুবিধা পাচ্ছেন, তাঁদের জন্য একাধিক চেকলিস্ট প্রকাশ করা হয়েছে। যদিও তা মেনে চলার পরও অনেক করদাতা সমস্যার মুখে পড়েন বলে খবর।

Advertisements

অন্যদিকে, রিটার্ন জমার সংখ্যায় এ বছর রেকর্ড হয়েছে। সোমবার রাত পর্যন্ত ৭.৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের ৭.২৮ কোটিকে ছাপিয়ে গিয়েছে। ২০২৩–২৪ মূল্যায়ন বছরে যেখানে রিটার্ন জমা পড়েছিল ৬.৭৭ কোটি, সেখানে টানা তিন বছরে ITR ফাইলিংয়ে নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

কর বিশেষজ্ঞদের মতে, সময়সীমা বাড়ানোয় বহু করদাতা স্বস্তি পেলেও, বারবার প্রযুক্তিগত সমস্যার মুখে পড়া পোর্টালের আধুনিকীকরণ এখন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।

Business: Good news for taxpayers! The CBDT has extended the Income Tax Return (ITR) filing deadline for the 2025-26 assessment year to September 16. This one-day extension was granted after the e-filing portal faced technical issues and crashed due to heavy traffic on the last day.