এই চার মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীরা পেতে চলেছে বিশেষ রিটার্ন

বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার সুযোগ এসেছে । সেই রখমই দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভালো পারফর্ম করছে। তাই একাধিক মিউচুয়াল…

Mutual Fund

বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার সুযোগ এসেছে । সেই রখমই দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভালো পারফর্ম করছে। তাই একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসাবে বাজারে নিজেদের জায়গা ধরে রেকেছে। তাদের পরিসংখ্যান অনুসারে এই মেয়াদে ২৬৩ টির কাছাকাছি ইকুইটি মিউচুয়াল ফান্ড সক্রিয় অবস্থায় ছিল যেগুলি বিনিয়োগকারীদের গড়ে ১৭.৬৭% রিটার্ন অফার করেছে। তবে, একই সময়ে আনুমানিকভাবে ৪ টি ইকুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ৩০ শতাংশেরও বেশি রিটার্ন অফার করতে সক্ষম হয়েছে। এই চারটি ফান্ডই রয়েছে মিডক্যাপ ফান্ডের বিভাগে। সেই সকল মিউচুয়াল ফান্ড গুলি হল।

১) কোয়ান্ট মিডক্যাপ ফান্ড
এই মিডক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের ৩১.৬৪ শতাংশের আকর্ষণীয় রিটার্ন অফার করেছে। যেখানে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডটির মোট পরিমাণ রয়েছে ৭.৯৫২ কোটি টাকা। বর্তমানে দুর্দান্ত পারফর্ম করছে এই ফান্ডটি। তাই এখানে আপনি বিনিয়োগ করতেই পারেন।

   

২)জেএম মিডক্যাপ ফান্ড
এই ফান্ডটি সাধারণত ৩১.৩৭ শতাংশ রিটার্ন অফার করতে সক্ষম হয়ে উঠেছে। এই মিউচুয়াল ফান্ডটির মোট পরিমাণ ছিল ১০৫৪ কোটি টাকা।

৩) আইটিআই মিডক্যাপ ফান্ড
আইটিআই মিডক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের ৩০.৭৮ শতাংশের দুর্দান্ত রিটার্ন অফার করতে সক্ষম হয়েছে। তবে এই ফান্ডটির মোট অ্যাসেট ছিল ৮৯১ কোটি টাকা।

৪)মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড
এই ফান্ডটি ইনভেস্টারদের ৩০.৫৩ শতাংশ রিটার্ন প্রদান করেছে। বর্তমানে এই মিউচুয়াল ফান্ডে সম্পদের পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ১০,৩৭৮ কোটি টাকা। তাই সংশয় না রেখেই বিনিয়োগ করতে পারেন আপনারা।