নতুন ইনিংস শুরু করছে কৃত্রিম মেধা! আগস্টে OpenAI আনছে নতুন ভার্সনের GPT

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দুনিয়ায় এক বড় পরিবর্তন আনতে চলেছে OpenAI। জনপ্রিয় GPT সিরিজের পরবর্তী সংস্করণ GPT-5 আসতে চলেছে ২০২৫ সালের আগস্ট মাসেই, এমনই দাবি করেছে…

New Era in AI

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দুনিয়ায় এক বড় পরিবর্তন আনতে চলেছে OpenAI। জনপ্রিয় GPT সিরিজের পরবর্তী সংস্করণ GPT-5 আসতে চলেছে ২০২৫ সালের আগস্ট মাসেই, এমনই দাবি করেছে দ্য ভার্জ-এর এক রিপোর্টে। তবে আগের মডেলগুলোর মতো এটিকে আর একটি একক ভাষা মডেল হিসেবে দেখা যাবে না। বরং GPT-5 হবে একটি বিভিন্ন কাজে বিশেষায়িত একাধিক এআই মডেলের সমষ্টি, যেগুলো আলাদা আলাদা ফাংশনে দক্ষতা দেখাবে।

আসছে নতুন ভার্সনের AI

OpenAI-এর CEO স্যাম অল্টম্যান আগেই জানিয়েছিলেন যে, কোম্পানির লক্ষ্য হল তাদের o-সিরিজ ও GPT-সিরিজকে একত্রে এক ছাতার নিচে আনা। সেই লক্ষ্যেই GPT-5-এর সঙ্গে o3 মডেল-কেও একীভূত করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতের AI মডেলগুলো শুধু চ্যাট করার উপযোগীই নয়, বরং বহু রকম কাজ একসঙ্গে করতে পারবে আরও স্মার্টভাবে।

   

iPhone 17 সিরিজের দাম ফাঁস ভারতে, সেপ্টেম্বরেই আসছে, বিস্তারিত জানুন

একাধিক বৈশিষ্ট্যে এগিয়ে থাকবে GPT-5

GPT-5-এর অন্যতম বড় বৈশিষ্ট্য হবে এর লম্বা এবং গভীর কথোপকথনে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা। রিপোর্টে বলা হয়েছে, এটি একবারে ১০ লক্ষ টোকেন পর্যন্ত তথ্য প্রক্রিয়া করতে পারবে, যা পূর্ববর্তী মডেলগুলির তুলনায় বিশাল অগ্রগতি। এর অর্থ হল ব্যবহারকারীরা দীর্ঘ রিপোর্ট, উপন্যাস, বা বহু পর্বের আলাপচারিতাও সহজেই চালিয়ে যেতে পারবেন, পুরনো তথ্য নতুন করে জানাতে হবে না।

এই ক্ষমতা একে শুধুমাত্র চ্যাটবট নয়, বরং একজন সহযোগী গবেষক, স্ক্রিপ্ট এডিটর কিংবা কনটেন্ট অ্যাসিস্ট্যান্ট-এর মতো কাজে রূপান্তরিত করবে। এটি ব্যবহারকারীদের সঙ্গে ক্রমাগত ইন্টারঅ্যাকশন করতে পারবে এবং পুরনো কথোপকথনের তথ্য মনে রাখতে পারবে, ঠিক যেমন একজন প্রকৃত সহকারী করে।

Advertisements

GPT-5-এর মেমোরি সিস্টেম পুরোপুরি ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে। তারা চাইলে সংরক্ষিত তথ্য রিভিউ, আপডেট বা সম্পূর্ণ মুছে ফেলতেও পারবেন। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

বর্তমানে ChatGPT Agent-এর মাধ্যমে Pro সাবস্ক্রাইবাররা কিছু সীমিত স্বয়ংক্রিয় কাজের সুবিধা পান। তবে GPT-5-এ এই সক্ষমতা আরও বাড়বে। এটি কেবলমাত্র পরামর্শ দেওয়া নয়, বরং ব্যবহারকারীর অনুমতিতে সরাসরি কাজ সম্পাদন করতেও পারবে—যেমন ইমেল পাঠানো, ডকুমেন্ট তৈরি, বা ওয়েব ব্রাউজিং ইত্যাদি।

যদিও রিপোর্ট অনুযায়ী আগস্টেই GPT-5 বাজারে আসতে পারে, তবুও OpenAI অতীতে তাদের রিলিজ তারিখ বারবার পরিবর্তন করেছে বিভিন্ন কারণ যেমন উন্নয়নজনিত সমস্যা, সার্ভার ক্ষমতা বা প্রতিযোগীদের প্রতিক্রিয়া অনুযায়ী। ফলে চূড়ান্ত তারিখ নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

GPT-5 কেবল একটি আপডেট নয়, বরং AI প্রযুক্তির পরবর্তী যুগের সূচনা হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বহুমুখী কাজ, দীর্ঘ কথোপকথন ধরে রাখার ক্ষমতা, মেমোরি কন্ট্রোল ও অ্যাকশন এক্সিকিউশন — এই সব কিছু মিলিয়ে এটি হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক যুগান্তকারী পদক্ষেপ।