Indian Railways: সরকারি কর্মীদের বিনামূল্যে ট্রেন সফরের আরও সুযোগ!

Indian Railways' Special Disease Discounts for Senior Citizens: Avail the Benefits

সুখবর এল সরকারি কর্মচারীদের জন্য। দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে এবার বিনামূল্যে যাত্রা করতে পারবেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে বিনামূল্যে হামসফর এক্সপ্রেসেও ভ্রমণ করতে পারবেন সরকারি কর্মীরা। স্থানান্তর, প্রশিক্ষণ ও অবসর গ্রহণে বন্দে ভারতে সফর করতে পারবেন সরকারি কর্মীরা। আগে এই সুবিধা ছিল রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে। একটি নির্দেশিকা প্রকাশ করে এই খবরটি জানিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রক ব্যয় বহন করতে অনুমোদন দিয়েছে।

এর আগে ভারতের প্রথম বেসরকারি করলেন ট্রেন তেজসেও এমন পদক্ষেপ নেয় সরকার। তেজস এক্সপ্রেসেও যাতায়াত করতে পারতেন সরকারি কর্মীরা। ভ্রমণ ও কাজের প্রয়োজনে বন্দে ভারত পেয়ে খুশি সরকারি কর্মচারী‌রা। বন্দে ভারতের তীব্র গতি এবার সরকারি কর্মীদের কাজে আসবে।

   

লোকসভা ভোটের আগে এমন সুযোগ দেওয়ায় রাজনৈতিক মহল সরগরম। কেন্দ্রের বিজেপি সরকার কি সরকারি কর্মীদের টানতে চাইছে উঠছে এই প্রশ্ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন