Indian-origin millionaire: ভারতীয় বংশোদ্ভূত চিথাম্বরম, সিঙ্গাপুরের বাসিন্দা, এক লাকি ড্র’য়ের মাধ্যমে রাতারাতি কোটিপতি হয়েছেন। তিনি নিজের স্ত্রীর জন্য সিঙ্গাপুরের বিখ্যাত মুস্তাফা জুয়েলারি থেকে প্রায় ৩.৭ লক্ষ টাকার স্বর্ণালংকার কিনেছিলেন। এর ফলস্বরূপ তিনি লাকি ড্র’য়ে জিতে নেন ৮.৪৫ কোটি টাকা।
মুস্তাফা জুয়েলারি-তে ইতিহাসের সৃষ্টি
মুস্তাফা জুয়েলারি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর শেয়ার করে জানায়, “২৪শে নভেম্বরের এই দিনটি মুস্তাফা জুয়েলারি’র মিলিয়ন ডলার ইভেন্টে এক অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। হাজারো উচ্ছ্বাসের মধ্যে ইউএসডি ১ মিলিয়ন ডলার বিজয়ীর নাম ঘোষণা করা হলো।”
সমাজের জন্য দানের প্রতিশ্রুতি
পুরস্কার পেয়ে আপ্লুত চিথাম্বরম জানিয়েছেন, এই অর্থের একটি অংশ তিনি দান করবেন। ভিডিও কলের মাধ্যমে তিনি বলেন, “খবরটি শোনার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না। আজ আমার বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এটি আমার জন্য একটি আশীর্বাদের মতো অনুভব হচ্ছে।” তিনি আরও জানান, সিঙ্গাপুরে কাজ করার এত বছরের কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই সমাজের জন্য কিছু করবেন। “আমি এই অর্থের একটি অংশ দান করার পরিকল্পনা করেছি,” বলেন চিথাম্বরম।
সিঙ্গাপুর হাই কমিশনের অভিনন্দন
ভারতের সিঙ্গাপুর হাই কমিশন চিথাম্বরমকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছে। সেখানে লেখা, “মুস্তাফা সেন্টারে কেনাকাটার মাধ্যমে ইউএসডি ১ মিলিয়ন (প্রায় ৮.৫ কোটি টাকা) জেতার জন্য মি. চিথাম্বরমকে অভিনন্দন। সিঙ্গাপুরে কোটিপতি হওয়ার স্বপ্ন সত্যি হয়েছে।”