জিএসটি ২.০-তে সস্তা নিত্যপণ্য, রাজার আসনে মধ্যবিত্ত

নয়াদিল্লি: নবরাত্রি ও দীপাবলির আগে মধ্যবিত্তের জন্য বড় সুখবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল দেশের জটিল পরোক্ষ করব্যবস্থায় আমূল সংস্কার আনল। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, দৈনন্দিন ব্যবহার্য…

India GST Tax Reforms

নয়াদিল্লি: নবরাত্রি ও দীপাবলির আগে মধ্যবিত্তের জন্য বড় সুখবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল দেশের জটিল পরোক্ষ করব্যবস্থায় আমূল সংস্কার আনল। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, দৈনন্দিন ব্যবহার্য জিনিস থেকে শুরু করে টিভি-ফ্রিজের মতো কনজিউমার ডিউরেবলস-সবকিছুর উপর করহার কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।

বিলাসবহুল পণ্যের উপর বাড়ছে কর

এবার থেকে আগের মতো চারটি নয়, মাত্র দুটি করস্ল্যাব থাকবে— ৫% এবং ১৮%। তবে বিলাসবহুল পণ্য ও ‘সিন গুডস’-এর উপর কর বাড়িয়ে ৪০% করা হয়েছে, যা আগে ছিল ২৮%। নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।

   

অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, এই সংস্কারের মূল লক্ষ্য সাধারণ মানুষ। সংবাদমাধ্যমকে তিনি জানান—
“কমন ম্যান-এর দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের উপর করহার খতিয়ে দেখা হয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রেই তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কৃষি, স্বাস্থ্য ও শ্রমনির্ভর শিল্পে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে।”

কারা কারা উপকৃত হবে? India GST Tax Reforms

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স (পূর্বতন টুইটার)-এ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই বিস্তৃত জিএসটি সংস্কার সাধারণ মানুষ, কৃষক, এমএসএমই, মধ্যবিত্ত, নারী ও যুবসমাজকে উপকৃত করবে। মূল লক্ষ্য হল কমন ম্যান-এর জীবনকে সহজতর করা।”

Advertisements

বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমে মধ্যবিত্ত সাধারণত খরচের রাশ খানিকটা ঢিলে দেন। এই সংস্কার সেই ক্রয়ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে, যা একদিকে অর্থনীতিকে চাঙ্গা করবে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের ধাক্কায় বিপর্যস্ত দেশীয় উৎপাদকদের কিছুটা স্বস্তি দেবে।

আয়করের ক্ষেত্রে চলতি বছরের বাজেটে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত ঘোষণা হওয়ার পর, এবার জিএসটি সংস্কার মধ্যবিত্তের হাতে আরও কিছু বাড়তি টাকা তুলে দেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

 Business: Major GST tax reforms announced by Finance Minister Nirmala Sitharaman bring good news for the middle class. Tax on daily essentials and consumer durables is significantly reduced, while a new 40% tax is imposed on luxury goods, effective September 22.