পাঁচ বছর পর শুরু ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা, কলকাতা থেকে উড়ল ইন্ডিগো

India China direct flight resumes Kolkata IndiGo

Advertisements

কলকাতা, ২৬ অক্টোবর: দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর অবশেষে ফের শুরু হলো ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। শনিবার রাত ১০টা ০৭ মিনিটে কলকাতা ( Kolkata )বিমানবন্দর (এনএসসিবিআই এয়ারপোর্ট, দমদম) থেকে ইন্ডিগোর একটি বিমান উড়ে যায় চিনের উদ্দেশে।

বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, পাঁচ বছরের ব্যবধান ভেঙে ফের যাত্রীদের জন্য খুলে গেল এই আকাশপথ। সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা, শিক্ষা ও পর্যটনে নতুন গতি আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন এতদিন বন্ধ ছিল

২০১৯ সালের শেষ দিকে করোনা মহামারীর কারণে ভারত-চিন আকাশপথ বন্ধ হয়ে যায়। এরপর রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন কূটনৈতিক সমস্যার কারণে দীর্ঘ সময় ধরে সরাসরি ফ্লাইট চালু করা যায়নি। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের শুরু হলো পরিষেবা।

Advertisements

ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে সুবিধা

সরাসরি বিমান চালুর ফলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে যারা চিনে পড়াশোনা বা চিকিৎসার জন্য যান, তাঁদের জন্য এটি বড় সুবিধা। কলকাতা থেকে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় পূর্ব ভারতের যাত্রীদেরও ভ্রমণ সহজ হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ধাপে ধাপে ভারত-চিনের মধ্যে আরও কিছু রুট চালু করার পরিকল্পনা রয়েছে। আগামী দিনে দিল্লি, মুম্বই এবং চেন্নাই থেকেও সরাসরি ফ্লাইট শুরু হতে পারে।

পাঁচ বছর পর ভারত-চিন আকাশপথে ফের যাত্রীবাহী বিমানের ডানা মেলা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন—সব ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে। কলকাতা থেকে ইন্ডিগোর এই যাত্রা দুই দেশের সম্পর্ককে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে আশাবাদী যাত্রীরা।