ITR রিফান্ড আটকে? জানুন দেরির কারণ এবং প্যান দিয়ে কীভাবে চেক করবেন

Income Tax Refund Status

আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার পর বহু করদাতা এই বছর রিফান্ড পেতে দেরির মুখে পড়ছেন। যাচাইকরণে সমস্যা, প্রসেসিং ধীরগতি, ভুল ব্যাংক তথ্য থেকে শুরু করে নানান কারণে রিফান্ড হাতে আসতে সময় লাগছে। তাই যাঁরা রিফান্ডের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য সবচেয়ে সহজ উপায় হল প্যান কার্ড ব্যবহার করে অনলাইনে রিফান্ড স্ট্যাটাস চেক করা। আয়কর দফতর কীভাবে রিফান্ড দেয়, কারা রিফান্ড পাওয়ার যোগ্য এবং কীভাবে স্ট্যাটাস দেখা যায়—সব কিছু জেনে নিন এক নজরে।

Advertisements

কারা আয়কর রিফান্ড পাওয়ার যোগ্য?

একজন করদাতা তখনই রিফান্ড পান, যখন দেখা যায় যে তিনি ওই অর্থবর্ষে যত কর দিয়েছেন তা তাঁর প্রকৃত করযোগ্য আয়ের তুলনায় বেশি। সাধারনত তিনটি কারণে রিফান্ড পাওয়া যায়—
TDS বা TCS কাটা হয়েছে প্রয়োজনের তুলনায় বেশি,
অ্যাডভান্স ট্যাক্স বেশি পরিশোধ করা হয়েছে, বিভিন্ন ডিডাকশন ও এক্সেম্পশনের কারণে করযোগ্য আয় কমে গেছে, এক্ষেত্রে অতিরিক্ত প্রদত্ত করের পরিমাণ করদাতার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়।

   

প্যান কার্ড দিয়ে কীভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস দেখবেন? Income Tax Refund Status

করদাতারা খুব সহজেই আয়কর দফতরের অফিসিয়াল ই-ফাইলিং পোর্টালে লগ ইন করে রিফান্ড স্ট্যাটাস দেখতে পারেন।
স্টেপ–১: ভিজিট করুন www.incometax.gov.in
স্টেপ–২: PAN, পাসওয়ার্ড ও OTP দিয়ে লগ ইন করুন
স্টেপ–৩: e-File → Income Tax Returns → View Filed Returns এ ক্লিক করুন
এখানে প্রতিটি অ্যাসেসমেন্ট ইয়ার অনুযায়ী রিফান্ড প্রসেস হয়েছে কি না, ইস্যু হয়েছে কি পেন্ডিং—সবকিছুই দেখা যাবে।

যদি CPC রিফান্ড ইতিমধ্যেই প্রসেস করে থাকে, তবে TIN-NSDL সাইটেও স্ট্যাটাস দেখা যায়। সেক্ষেত্রে ভিজিট করুন—
tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html
এখানে PAN ও Assessment Year প্রবেশ করালে রিফান্ড পাঠানো হয়েছে, ব্যর্থ হয়েছে, ফেরত গিয়েছে নাকি ব্যাংক ডিটেইল ভুল থাকায় রিইস্যুর অপেক্ষায়—তা দেখা যাবে।

Advertisements

রিফান্ড পেতে কতদিন লাগে?

ITR ই-ভেরিফাই না হওয়া পর্যন্ত রিফান্ডের প্রসেসিং শুরু হয় না। সাধারণত রিটার্ন জমা দেওয়ার ৪–৫ সপ্তাহের মধ্যে রিফান্ড অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে দেরি হলে করদাতাকে অবশ্যই—
রিটার্নে কোনো ভুল আছে কি না দেখতে, আয়কর দফতরের কোনো নোটিস বা ইন্টিমেশন এসেছে কি না যাচাই করতে এবং নিয়মিত রিফান্ড স্ট্যাটাস চেক করতে হবে।

শেষ কথা:

আইটি রিফান্ডে দেরি হওয়া নতুন কিছু নয়, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে নিজের রিফান্ডের অগ্রগতি সহজেই ট্র্যাক করা যায়।