২০২৬-এ ITR ফাইলিংয়ে বড় পরিবর্তন, আধার–প্যান লিংক বাধ্যতামূলক

New Financial Rules in India from July 1, 2025 Aadhaar Mandatory for PAN, Credit Card Changes Unveiled
New Financial Rules in India from July 1, 2025 Aadhaar Mandatory for PAN, Credit Card Changes Unveiled

কেন্দ্রীয় প্রতিদান কর (Income Tax ) পর্ষদ (CBDT) আধার ও প্যান কার্ড লিংক বাধ্যতামূলক করেছে। যাঁরা এখনও লিংক করেননি, তাঁদের জন্য শেষ সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৫। নির্দিষ্ট সময়ের মধ্যে লিংক না করলে ১ জানুয়ারি ২০২৬ থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর ফলে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল, রিফান্ড পাওয়া এবং অন্য আর্থিক লেনদেন গুরুতরভাবে প্রভাবিত হবে।

প্যান নিষ্ক্রিয় হলে কী সমস্যায় পড়বেন করদাতারা?
প্যান ইনঅ্যাকটিভ হলে আপনি ITR দাখিল ও ভেরিফিকেশন করতে পারবেন না। জমা দেওয়া রিটার্ন প্রক্রিয়াকরণও হবে না, ফলে আয়কর রিফান্ড আটকে যাবে। ফর্ম ২৬এএস-এ TDS/TCS ক্রেডিট দেখা যাবে না এবং আর্থিক লেনদেনে উচ্চ হারে TDS কাটা হতে পারে। এছাড়া ব্যাংক থেকে বেতন জমায় দেরি হতে পারে এবং SIP বা বিনিয়োগ কিস্তি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। পরে লিংক করলে সাধারণত ৩০ দিনের মধ্যে প্যান পুনরায় সচল হয়।

   

কারা অবশ্যই আধার–প্যান লিংক করবেন?
CBDT জানিয়েছে, কর ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে আধার–প্যান লিংক বাধ্যতামূলক।
যাঁরা ১ অক্টোবর ২০২৫-এর আগে প্যান কার্ড পেয়েছেন, তাঁদের জন্য লিংক করা আবশ্যক।
যাঁরা Aadhaar Enrollment ID ব্যবহার করে প্যান সংগ্রহ করেছেন, তাঁদেরও পুনরায় লিংক করতে হবে।
এই পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়, তাই করদাতাদের কোথাও যাওয়ার প্রয়োজন হয় না।

কীভাবে অনলাইনে আধার–প্যান লিংক করবেন?
১. প্রথমে আয়কর দফতরের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. হোমপেজে থাকা ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করুন।
৩. এরপর PAN, Aadhaar এবং মোবাইল নম্বর প্রদান করুন।
৪. মোবাইলে আসা OTP যাচাই করে প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
৫. যদি প্যান আগে থেকেই নিষ্ক্রিয় থাকে, তাহলে ১,০০০ টাকা ফি প্রদান করতে হবে।
৬. সবশেষে ‘Link Aadhaar Status’ থেকে লিংক স্ট্যাটাস চেক করুন।

সরকার বারবার জানিয়েছে, আধার–প্যান লিংক না থাকলে ভবিষ্যতে আয়কর সংক্রান্ত কাজ ছাড়াও নানান আর্থিক পরিষেবায় সমস্যা দেখা দেবে। তাই ঝামেলা এড়াতে এবং আর্থিক লেনদেন সচল রাখতে সময়সীমা শেষ হওয়ার আগেই লিংক করাই বুদ্ধিমানের কাজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন