সকাল সকাল উচ্চস্তরে সেনসেক্স থেকে নিফটি, তলানিতে গেল ইন্ডিয়া ভিক্স

   প্রত্যেক দিন ওঠা নামা করতেই থাকছে শেয়ার বাজার। তাই আজ আবারও সকাল সকাল ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজার। এদিন সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স…

share market
  

প্রত্যেক দিন ওঠা নামা করতেই থাকছে শেয়ার বাজার। তাই আজ আবারও সকাল সকাল ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজার। এদিন সকালে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.14 শতাংশ অথবা 111.12 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 76922.02 শতাংশে । এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 0.13 শতাংশ থেকে 30.10 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছয় 23429 সতাংশে। তবে আজ সেক্টরের মধ্যে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বিভাগে পতন দেখা গিয়েছে। পাশাপাশি নিফটি আইটির সূচক প্রায় 0.12 শতাংশ নেমে যায়।

অন্যান্য সেক্টরগুলির মধ্যে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এছাড়া আজ India VIX -এর সূচক প্রায় 1.56 শতাংশ কমে যায়।

   

তবে আজ শুক্রবার সকালে লাভবান স্টকগুলো হল কেমপ্লাস্ট সানমার, এনডুরান্স টেকনোলজি, Titagarh Rail Systems, Timken India, প্রেস্টিজ এস্টেটস প্রোজেক্টস, গডফ্রে ফিলিপস ইন্ডিয়া, এলগি ইকুইপমেন্টস, রাইটস, ডিক্সন টেকনোলজি (ইন্ডিয়া), কেইআই ইন্ডাস্ট্রিজ, এবং ট্রেন্টের স্টক।

আবার অপর পক্ষে যে সকল স্টক গুলির ক্ষতি হয়েছে সেগুলি হল রেডিংটন, বেয়ার ক্রপসায়েন্স, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস, এজিস লজিস্টিকস, জয় বালাজি ইন্ডাস্ট্রিজ, কানাড়া ব্যাঙ্ক, এমফাসিস, ডালমিয়া ভারত, বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস, ল্যাটেন্ট ভিউ অ্যানালিটিক্স, এবং কেপিআর মিলের শেয়ার।