কর্মজীবী মানুষের জন্য প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সঞ্চয় ব্যবস্থা। চাকরিজীবীরা প্রতি মাসে যে কেটে রাখা টাকার অংশ পিএফ অ্যাকাউন্টে জমা করেন, তা শুধু অবসরজীবনের ভরসাই নয়—বিয়ে, সন্তানের উচ্চশিক্ষা, চিকিৎসা কিংবা বাড়ি নির্মাণ—যেকোনো বড় খরচের সময়ও এটি বিশেষ সহায়ক হয়। আগে পিএফ ব্যালেন্স জানা বেশ ঝামেলাপূর্ণ ছিল। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে এখন ঘরে বসেই মাত্র কয়েক সেকেন্ডে জেনে ফেলা যায় পিএফ অ্যাকাউন্টে জমা থাকা সম্পূর্ণ অর্থের হিসাব। দেখে নিন, কীভাবে খুব সহজেই তিনটি উপায়ে জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স।
১. ইপিএফও (EPFO) ওয়েবসাইটে ব্যালেন্স চেক করুন:
যদি আপনি ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত হন, তবে ইপিএফও–র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন ও আপডেট। এজন্য ভিজিট করুন epfindia.gov.in। হোমপেজ খুললে “Our Services” সেকশনে থাকা “For Employees” অপশনটি সিলেক্ট করুন। এরপর ক্লিক করতে হবে “Member Passbook”। নতুন যে পেজটি খুলবে, সেখানে আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ–ইন করলে মুহূর্তের মধ্যেই দেখা যাবে আপনার পিএফ পাসবুক। গত এক বছরের সম্পূর্ণ লেনদেন এক নজরে দেখে নিতে পারবেন, এমনকি চাইলে পাসবুকটি ডাউনলোডও করতে পারবেন।
২. এসএমএস পাঠিয়ে জানুন পিএফ ব্যালেন্স:
যারা স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরাও শুধু একটি এসএমএস পাঠিয়েই জানতে পারবেন পিএফ–এ কত টাকা রয়েছে। শর্ত একটাই—আপনার UAN অবশ্যই ইপিএফও–র সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এজন্য রেজিস্টার্ড নম্বর থেকে পাঠাতে হবে 7738299899 নম্বরে একটি নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ।
ফরম্যাটটি হলো: EPFOHO UAN ENG। যদি হিন্দিতে তথ্য পেতে চান, তাহলে ENG–এর জায়গায় লিখতে হবে HIN। কয়েক মুহূর্তের মধ্যেই আপনার নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে পিএফ ব্যালেন্স।
৩. মিসড কল দিলেই চলে আসবে ব্যালেন্সের তথ্য:
সবচেয়ে সহজ ও দ্রুত উপায় হলো মিসড কল দিয়ে পিএফ ব্যালেন্স জানা। আপনার মোবাইল নম্বর যদি আগে থেকেই UAN–এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে রেজিস্টার্ড নম্বর থেকে ডায়াল করুন 011-22901406। কলটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফোনে একটি এসএমএস আসবে। সেখানে থাকবে পিএফ অ্যাকাউন্টে কত টাকা আছে তার সম্পূর্ণ তথ্য।
শেষ কথা:
আজকের ডিজিটাল যুগে পিএফ ব্যালেন্স জানা আর কোনো জটিল কাজ নয়। ইন্টারনেট, এসএমএস কিংবা মিসড কল—যে মাধ্যমই বেছে নিন, মুহূর্তের মধ্যেই জেনে নিতে পারবেন আপনার সঞ্চয়ের সঠিক পরিমাণ।
