ভারতে উৎসবের মরশুম শুরু হয় নবরাত্রি দিয়ে, তারপর দীপাবলি ও বড়দিন পর্যন্ত উৎসবের আমেজে ভরে থাকে দেশ। এই সময় লক্ষ লক্ষ মানুষ পরিবার বা আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে, কিংবা ছুটির আনন্দে ঘুরতে বেরিয়ে পড়েন। কেউ ট্রেনে, কেউ বিমানে, কেউ আবার গাড়িতে—সবাই ছুটছে গন্তব্যের দিকে। তবে আনন্দের এই সময়ে ভ্রমণ ও ভিড়ভাট্টা প্রায়ই স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। খাবার-ঘুমের রুটিন বদলে যাওয়া, জনসমাগম, মৌসুমি অসুখ ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় হঠাৎ করেই। আর এই সময়ে আপনাকে বড় আর্থিক বোঝা থেকে বাঁচাতে সবচেয়ে কার্যকর ঢাল হল স্বাস্থ্যবিমা (Health Insurance)।
ভ্রমণের আগে আপনার কভারেজ জেনে নিন:
প্রথমেই দেখে নিন আপনার স্বাস্থ্যবিমা পরিকল্পনার ভৌগোলিক সীমা। অধিকাংশ সাধারণ স্বাস্থ্যবিমা পলিসি প্যান-ইন্ডিয়া কভারেজ দেয়। অর্থাৎ আপনি যদি মুম্বই থেকে কলকাতা বা দিল্লি থেকে বেঙ্গালুরু যান, আপনার বিমা একইভাবে কার্যকর থাকবে।
এছাড়াও নেটওয়ার্ক হাসপাতাল ও নন-নেটওয়ার্ক হাসপাতালের পার্থক্য জানা জরুরি। নেটওয়ার্ক হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ইনশুরেন্স কোম্পানি সরাসরি বিল মেটায় (ক্যাশলেস), কিন্তু নন-নেটওয়ার্কে গেলে আগে নিজেকেই খরচ করে পরে রিইমবার্সমেন্ট নিতে হয়। তাই গন্তব্যের কাছাকাছি নেটওয়ার্ক হাসপাতালের তালিকা আগে থেকে দেখে রাখা বুদ্ধিমানের কাজ।
ভ্রমণে স্বাস্থ্যবিমা যেসব ক্ষেত্রে কাজে আসে: Health Insurance for Festive Travel
জরুরি হাসপাতালে ভর্তি: দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতার কারণে ভর্তি হলে হাসপাতাল খরচ, ডাক্তার, ওষুধ সবকিছুই কভার হয়।
ডে কেয়ার প্রক্রিয়া: চোখের অস্ত্রোপচার বা ছোট ফ্র্যাকচারের মতো ২৪ ঘণ্টার কম সময়ের চিকিৎসাও পলিসির আওতায় পড়তে পারে।
সড়ক দুর্ঘটনা ও আঘাত: ছুটির সময় রোড ট্রিপে দুর্ঘটনা হলে অ্যাম্বুলেন্স খরচসহ চিকিৎসা বিমা কভার করে।
কোভিড ও মৌসুমি অসুখ: ভাইরাল জ্বর, ডেঙ্গু বা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ভর্তি খরচ কভার হয়।
অতিরিক্ত রাইডারের সুবিধা:
ক্রিটিক্যাল ইলনেস রাইডার: বড় অসুখ ধরা পড়লে এককালীন অর্থ পাওয়া যায়, যা চিকিৎসা ছাড়াও আয়হানির ক্ষতিপূরণে সহায়ক।
ইমার্জেন্সি ইভাকুয়েশন সার্ভিস: দুর্গম এলাকায় চিকিৎসার প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স বা স্থানান্তর খরচ কভার হয়।
ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস:
পলিসির ডকুমেন্ট ও টিপিএ নম্বর হাতের কাছে রাখুন।
স্বাস্থ্য কার্ডের হার্ড ও ডিজিটাল কপি রাখুন।
নতুন পলিসির ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড সম্পর্কে সচেতন থাকুন।
বিদেশ ভ্রমণে গেলে আলাদা ট্রাভেল ইনশুরেন্স নিন, কারণ সাধারণ পলিসিতে আন্তর্জাতিক কভারেজ থাকে না।
উৎসবের ছুটিতে নির্ভার ভ্রমণ উপভোগ করতে চাইলে আগেভাগেই স্বাস্থ্যবিমার কাভারেজ ও সীমাবদ্ধতা জেনে নিন। ঠিকঠাক প্রস্তুতি নিলে ছুটির স্মৃতিতে থাকবে শুধু আনন্দ, আর্থিক চিন্তা নয়।