করের কোপ! বাড়তে পারে কোল্ডড্রিংক্স, সিগারেটেরের দাম

নয়াদিল্লি:  এবার সুখটানে টান পড়বে পকেটে৷ দামি হতে চলেছে সিগারেট৷ দাম বাড়তে পারে অন্যান্য তামাকজাত পণ্যের৷ কোপ পড়তে পারে বেশ কিছু পানীয়ের উপরেও৷ সফট ড্রিঙ্কস,…

gst hike cigarette price increase

নয়াদিল্লি:  এবার সুখটানে টান পড়বে পকেটে৷ দামি হতে চলেছে সিগারেট৷ দাম বাড়তে পারে অন্যান্য তামাকজাত পণ্যের৷ কোপ পড়তে পারে বেশ কিছু পানীয়ের উপরেও৷ সফট ড্রিঙ্কস, সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের উপর বর্তমানের ২৮ শতাংশ কর নেওয়া হয়৷ সেটি বাড়িয়ে ৩৫ শতাংশ কর বসানো হতে পারে পিটিআই সূত্রে খবর। (gst hike cigarette price increase)

জিএসটির উপরেই নির্ভর করে দাম gst hike cigarette price increase

মূলত জিএসটির উপরেই তামাকজাত পণ্যের দাম নির্ভর করে। কেন্দ্রীয় বাজেটে টোবাকো ট্যাক্স না বাড়ায় এতদিন সিগারেটের দামেও কোনও পরিবর্তন হয়নি। তবে জিএসটি হার যৌক্তিককরণের জন্য গত সেপ্টেম্বর মাসে জিএসটি পরিষদ  মন্ত্রিগোষ্ঠী তৈরি করে। সোমবার ওই মন্ত্রী গোষ্ঠী বেশ কিছু পানীয়, সিগারেট, তামাক এবং সংশ্লিষ্ট পণ্যের কর পরিবর্তনের সিদ্ধান্ত নেয়৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট পণ্যগুলির উপর ২৮ শতাংশ করের বদলে ৩৫ শতাংশ কর ধার্য হতে পারে বলে জানা যাচ্ছে৷  পিটিআই সূত্রে আরও জানা যাচ্ছে, মোট ১৪৮টি পণ্যের কর পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে৷ নয়া কর কাঠামো কার্যকর হলে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে৷ 

   

চারটি স্তরের কর gst hike

বর্তমানে জিএসটি-র ক্ষেত্রে ৫%, ১২%, ১৮% এবং ২৮%- এই চারটি স্তরের কর কাঠামো রয়েছে। সফট ড্রিঙ্কস ও তামাকজাত পণ্যের কর বৃদ্ধি পেলে ৩৫% এর নতুন করকাঠামো তৈরি হবে৷ 

জীবন বিমায় ছাড়

নেশার বস্তুর দাম বাড়লেও, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমতে চলেছে জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার জিএসটি৷ তেমনই প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বীমার প্রিমিয়ামের ওপর ১৮% জিএসটি গুণতে হয়৷ সেই হার কামানোর পাশাপশি প্রবীণদের বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটি প্রত্যাহার করা হবে পারে বলেও জানাচ্ছে পিটিআই৷ 

 Business: Prices for cigarettes and other tobacco products are set to rise in India. Taxes on these products may increase from 28% to 35%. Soft drinks could also see a tax hike. This move is expected to impact consumer expenses significantly.