HomeBusinessফের কমল সোনার দাম,কলকাতায় কত হল জানেন?

ফের কমল সোনার দাম,কলকাতায় কত হল জানেন?

- Advertisement -

পুজো যত এগিয়ে আসছে ততই কমছে সোনা ও রুপোর (Gold-Silver price) দাম৷ বর্তমানে মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে সোনার দাম৷ আপনি চাইলেই কিনতে পারেন শখের গয়নাটি৷ কারণ মধ্যবিত্তর কাছে সোনা কেনাটা খুবই কষ্টের৷ গত কয়েকবছর ধরে যে হারে হু-হু করে বেড়ে চলেছিল সোনা ও রুপোর দাম৷ সেই পরিস্থিতিতে এই সোনা কেনা ভাবনাই ছিল না অনেকের৷ কিন্তু এই মুহূর্তে অনেকই কমে গিয়েছে সোনার দাম৷

সোনার জিনিস পরতে ভালবাসেন না এমন মানুষ বোধয় নেই বলেলই চলে৷ অল্পবয়সী থেকে শুরু করে মহিলারা সকলেই সোনার গয়না পরেন৷ বাঙালি তো বটেই। সারা দেশেই সোনার চাহিদা বরাবরই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশণ থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।

   

তবে যে কোনও ধাতুর জিনিস কেনার আগে আপনাকে সেই জিনিসটির দাম সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার৷ না হলে আপনার পকেট থেকেই গলতে পারে বেশি টাকা৷ সেই কারণে আগে জেনে নিন কত টাকা কমেছে সোনা ও রুপোর৷

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সাধারণ মানুষ মূলত ২২ ক্যারেটের সোনাই কিনে থাকেন৷

২২ ক্যারেটের সোনার দাম-
আজ, শুক্রবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮২৪ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৪৪ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular