সপ্তাহের শুরুতেই স্বস্তা হল সোনা, রুপো, জানুন নতুন দাম

সোনা প্রেমীদের জন্য খুশির খবর সপ্তাহের শুরুতেই। আবার কমল সোনার দাম (Gold & Silver)। বর্ষার মরশুমে বার বার কমছে সোনার দাম। সেই রখম আজও কমেছে…

Gold Rate Today: Yellow Metal Drops to 3-1/2-Week Low as Market Sell-Off Hits Bullion

সোনা প্রেমীদের জন্য খুশির খবর সপ্তাহের শুরুতেই। আবার কমল সোনার দাম (Gold & Silver)। বর্ষার মরশুমে বার বার কমছে সোনার দাম। সেই রখম আজও কমেছে সোনার দাম। পাশাপাশি রুপোর দামও কমেছে। গহনা কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য এটাই সেরা সময় বলাযায়। তাই আজ জেনে নেওয়া যাক কত হয়েছে এই হলুদ ধাতুর দাম…

আজ সোমবার সকালেই জানা যায় ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬৪৬৯ টাকা। সেখানে ১০ গ্রাম সোনার দাম ৬৪ হাজার ৬৯০ টাকা যা গতকালের তুলনায় ১০ টাকা কম। সে কারণে ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৬ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা।

সবজির বাজার গরম, চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য

অপরদিকে ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৫৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৫৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে। তাই এই সুযোগটা আপনার হাতছাড়া না করাই ভালো।

Advertisements

আবার আপনি যদি ১৮ ক্যারেট সোনা কেনার কথা ভাবেন সেক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম রাখা হয়েছে ৫২৯৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫২ হাজার ৯৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

সোনার দামের পাশাপাশি আজ রুপোর দামও সামান্য কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৪০ টাকা। একদিনে ১০ টাকা কমেছে। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে। তাই সোনা বা রুপোর গহনা কেনার আজ সুবর্ণ সুযোগ বলা যেতে পারে।