বিয়ের মরশুম মানেই গহনা (Gold Price) কেনার ধুম। বছরের এই সময়টাতে সাধারণত সোনার দোকানে উপচে পড়া ভিড় দেখা যায়। পরিবারের বিয়ের অনুষ্ঠান, শুভ কাজ কিংবা নতুন স্বর্ণালংকারের আকাঙ্ক্ষা—সব মিলিয়ে সোনার চাহিদা বৃদ্ধি পায় কয়েকগুণ। ঠিক এই সময়েই যদি সোনার দাম কমে, তাহলে ক্রেতাদের যেন পাওনাই হয়ে যায় একরাশ স্বস্তি।
গতকাল, অর্থাৎ ৪ ডিসেম্বর, সোনার দামে আকস্মিক পতন দেখা গিয়েছিল। বাজারে ‘ঝুপ’ করে নেমে গিয়েছিল দর। আর আজ, ৫ ডিসেম্বরও সেই ধারা বজায় রইল। টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম। যদিও আজকের পতন তুলনামূলক কম, তবুও দুই দিনের হিসেব করলে ক্রেতাদের জন্য এটি বড় সুখবরই বটে।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলার সূচকের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনীতির বিভিন্ন অনিশ্চয়তা মিলিয়ে সাময়িকভাবে সোনার দামে এই নিম্নগতি দেখা দিচ্ছে। বিয়ের মরশুমে যখন সাধারণত চাহিদা বেশি থাকে, তখন এমন দামে পতন স্বাভাবিকভাবে ক্রেতাদের কেনাকাটার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
২৪ ক্যারেট সোনার আজকের দাম – ৫ ডিসেম্বর ২০২৫, আজকের সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো—২৪ ক্যারেট, অর্থাৎ খাঁটি সোনার দাম সামান্য হলেও আরও কমেছে। টানা দুটি দিনের পতনের ফলে ক্রেতারা এখন নিশ্চিন্তেই সোনার বাজারে পা রাখতে পারেন।
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম: ১২,৯৬৫ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম: ১,২৯,৬৫০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম: ১২,৯৬,৫০০ টাকা
বিশেষজ্ঞরা মনে করেন, বিয়ের মরশুমে যেহেতু ২৪ ক্যারেট সোনার ব্যবহার তুলনায় কম, তবুও যাঁরা খাঁটি সোনার বার বা বিনিয়োগের উদ্দেশ্যে গোল্ড বন্ড কিংবা সোনার মুদ্রা কিনে থাকেন, তাঁদের জন্য এই দাম পতন বড় সুবিধা এনে দেবে।২২ ক্যারেট সোনার আজকের দাম – ৫ ডিসেম্বর ২০২৫
ভারতীয় বাজারে সবচেয়ে বেশি কেনাবেচা হয় ২২ ক্যারেট সোনার। গয়না তৈরির জন্য এই সোনাই সবচেয়ে জনপ্রিয়। আর আজকের বাজারেও ২২ ক্যারেটের দামে দেখা গেল একই ধরনের পতন।
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম: ১১,৮৮৪ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম: ১,১৮,৮৪০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম: ১১,৮৮,৪০০ টাকা
এখানেও ১০ গ্রাম প্রতি ১০০ টাকা কমেছে সোনার দর। গহনাপ্রেমী ক্রেতাদের কাছে এটি অবশ্যই সুখবর, কারণ বিয়ের কেনাকাটায় সাধারণত ৫০–২০০ গ্রাম বা তারও বেশি সোনা কেনা হয়ে থাকে। ফলে মোট সাশ্রয়ের অঙ্ক দাঁড়ায় যথেষ্ট ভালোই।
