সোনা কেনার সুবর্ণ সুযোগ, দেবীপক্ষেই বড় ছাড়

মহালয়ার পর থেকে শহর-গ্রামে পুজোর আমেজ ধরা পড়েছে। আজ চতুর্থী। দেবীপক্ষের সূচনায় যেমন বাজারে জমজমাট কেনাকাটা চলছে, তেমনই স্বর্ণবাজার থেকেও এসেছে ক্রেতাদের জন্য সুখবর। এই…

gold-prices-slip-100-in-kolkata-silver-rates-also-reduced

মহালয়ার পর থেকে শহর-গ্রামে পুজোর আমেজ ধরা পড়েছে। আজ চতুর্থী। দেবীপক্ষের সূচনায় যেমন বাজারে জমজমাট কেনাকাটা চলছে, তেমনই স্বর্ণবাজার থেকেও এসেছে ক্রেতাদের জন্য সুখবর।

এই সময় বহু মানুষই গয়না কেনেন। বিশেষত দুর্গাপুজোর আগে সোনা (Gold Price) ও রুপোর গহনার কেনাবেচা বেড়ে যায়। তাই সোনার দামে সামান্য হ্রাস ক্রেতাদের কাছে যেন স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে। আজ, ২৫ সেপ্টেম্বর, সোনার দাম আগের দিনের তুলনায় কমেছে। এ বছর দেবীপক্ষের শুরুতেই দাম কিছুটা কমে যাওয়ায় ক্রেতারা উচ্ছ্বসিত।

   

আজকের দরের হিসেবে, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৫৩৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৩৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটের সোনার দামও আজ কিছুটা কমেছে। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১০ হাজার ৫৭৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ ১ লক্ষ ৫ হাজার ৭৪০ টাকা। আর ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৪০০ টাকা।

Advertisements

রুপোর দামের ক্ষেত্রেও একই রকম পতন দেখা যাচ্ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। আর ১ কেজি রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News