বিয়ের জন্য সোনা কিনতে আগ্রহীদের জন্য সুখবর, কলকাতা ২২ ক্যারাটে বিশাল ছাড়

Gold Prices Slide in Kolkata; Check the New 22K, 24K Rates for 28 October

কলকাতা, ২৮ অক্টোবর: অক্টোবরের শেষ সপ্তাহে দেশের সোনার বাজারে (Gold Price) ফের দেখা গেল বড়সড় পতন। কয়েক সপ্তাহের স্থিরতার পর ফের কমেছে হলুদ ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন মহানগরীর বাজারেও। ফলে বিয়ে ও উৎসবের মরসুমে ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। দিল্লি, মুম্বই ও কলকাতা — তিনটি শহরেই বৃহস্পতিবার অর্থাৎ ২৮ অক্টোবর সকালে সোনার নতুন দর প্রকাশিত হয়েছে।

Advertisements

সবচেয়ে বড় রাজধানী শহর দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১,১৪,২৫০ টাকা। একই সময়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২৪,৬৩০ টাকা। গত সপ্তাহের তুলনায় প্রতি ১০ গ্রামে গড়ে প্রায় ২,০০০–২,৫০০ টাকা কমেছে সোনার দাম।

   

অন্যদিকে দেশের আর্থিক রাজধানী মুম্বইয়েও দামে পতন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালে শহরের সোনার দোকানগুলিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,১৪,১০০, আর ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,২৪,৪৮০ টাকা। উৎসবের সময় এই দামের পতন মধ্যবিত্ত ও নবদম্পতিদের কাছে বড় স্বস্তির খবর। বিয়ের কেনাকাটার মৌসুমে এই দাম ক্রেতাদের আকর্ষণ করছে বলে জানাচ্ছেন গয়না ব্যবসায়ীরা।

Advertisements

 কলকাতাতেও সোনার দাম কমেছে। ২৮ অক্টোবর, সোমবার সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুসারে, শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,১৪,১০০ এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,২৪,৪৮০ টাকা।