কলকাতা, ৩ নভেম্বর: বিয়ের মরশুমের দোরগোড়ায় দাঁড়িয়ে বাঙালির ঘরে ঘরে এখন সাজো সাজো রব। নভেম্বর থেকেই শুরু হচ্ছে বিবাহের আনুষ্ঠানিক মরসুম, আর সেই সঙ্গে বেড়েছে সোনার (Gold Price) গয়না কেনার হিড়িক। কিন্তু গত কয়েক মাসে সোনার দাম যে হারে আকাশছোঁয়া হয়ে উঠেছিল, তাতে সাধারণ পরিবারের পক্ষে গয়না কেনা প্রায় স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়েই ক্রেতাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়েছে সাম্প্রতিক সোনার দরপতন।
আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতনের প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। বিশ্ববাজারে ডলারের মান এবং মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হারে ওঠানামার কারণে সোনার দাম গত কয়েকদিন ধরেই নিচের দিকে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর।
আজ, ৩ নভেম্বর ২০২৫, কলকাতা ও ভারতের অন্যান্য বড় শহরে সোনার নতুন দাম নির্ধারিত হয়েছে নিম্নরূপ:
২৪ ক্যারেট সোনা (১ গ্রাম) — ১২,২৯৯
২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম) — ১,২২,৯৯০
২৪ ক্যারেট সোনা (১০০ গ্রাম) — ১২,২৯,৯০০
অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দামও সামান্য হ্রাস পেয়েছে:
২২ ক্যারেট সোনা (১ গ্রাম) — ১১,২৭৪
২২ ক্যারেট সোনা (১০ গ্রাম) — ১,১২,৭৪০
২২ ক্যারেট সোনা (১০০ গ্রাম) — ১১,২৭,৪০০
হাতিবাগান, গড়িয়া ও দক্ষিণ কলকাতার বেশ কিছু স্বনামধন্য জুয়েলারির দোকান সূত্রে জানা গিয়েছে, দাম কিছুটা কমতেই বিক্রির পরিমাণ বেড়েছে প্রায় ২০-২৫ শতাংশ। এক দোকানদার বলেন, “গত দুই মাসে সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এখন কিছুটা কমায় মধ্যবিত্ত ক্রেতারা আবার ফিরে আসছেন।”


