সোনার দামে আগুন! অলংকার কেনা স্বপ্নই রয়ে গেল

কলকাতা: বিয়ের মরশুম মানেই বাড়তি খরচের চাপ। এই সময়ে পোশাক, গয়না থেকে শুরু করে নানা প্রস্তুতির জন্য আগেভাগেই বাজেট ঠিক করে ফেলেন সাধারণ মানুষ। বিশেষ…

Gold Prices Hit the Roof, Jewelry Sales Take a Hit

কলকাতা: বিয়ের মরশুম মানেই বাড়তি খরচের চাপ। এই সময়ে পোশাক, গয়না থেকে শুরু করে নানা প্রস্তুতির জন্য আগেভাগেই বাজেট ঠিক করে ফেলেন সাধারণ মানুষ। বিশেষ করে বিয়ের বাজারে সোনার (Gold Price) গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কনে হোক বা পরিবারের অন্য সদস্য, সোনার অলংকার ছাড়া বিয়ের সাজ যেন অসম্পূর্ণ। আর সেই কারণেই বিয়ের মরশুম এলেই সোনার দামের দিকে নজর থাকে সবার। কবে দাম কমবে, কখন কিনলে লাভ হবেএই হিসেব কষতেই নাজেহাল অবস্থা ক্রেতাদের।

Advertisements

তবে চলতি বিয়ের মরশুমে সোনার দাম (Gold Price) যেভাবে প্রায় প্রতিদিন বাড়ছে-কমছে, তাতে সাধারণ মানুষের পক্ষে হিসেব রাখা কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে। একদিন দাম কিছুটা কমছে তো পরের দিনই আবার লাফিয়ে বাড়ছে। ফলে যাঁরা ভাবছেন আর একটু অপেক্ষা করলে দাম কমবে, তাঁরা অনেক ক্ষেত্রেই উল্টো বিপাকে পড়ছেন। আবার যাঁরা আগেভাগে কিনে ফেলছেন, তাঁদের মধ্যেও রয়েছে দ্বিধা আর একটু দেরি করলে কি কম দামে পাওয়া যেত? এর মধ্যেই ২০ জানুয়ারি দেশের বিভিন্ন শহরে সোনার দামে দেখা গেল সামান্য তারতম্য। একনজরে দেখে নেওয়া যাক, এদিন দেশের বড় শহরগুলিতে কত টাকায় মিলছে সোনা।

   

কলকাতায় মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম(Gold Price) দাঁড়িয়েছে ১৩,৩৫৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪,৫৬৯০ টাকা। শহরের গয়নার দোকানগুলিতে ক্রেতার ভিড় থাকলেও অনেকেই দাম শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। অনেক পরিবারই প্রয়োজনের তুলনায় কম গয়না কেনার পথে হাঁটছেন।

দিল্লির বাজারেও সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) ১৩,৩৭০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৫৮৪০ টাকা। দিল্লির ব্যবসায়ীদের কথায়, বিয়ের মরশুম থাকলেও বিক্রি আশানুরূপ নয়। দাম বেশি হওয়ায় ক্রেতারা হয় অপেক্ষা করছেন, নয়তো হালকা ওজনের গয়নার দিকেই ঝুঁকছেন।

মুম্বইতেও ছবিটা প্রায় একই। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) রয়েছে ১৩,৩৫৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১৪,৫৬৯০ টাকা। দেশের আর্থিক রাজধানীতে সোনার চাহিদা বরাবরই বেশি থাকলেও, চলতি মরশুমে দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট। অনেক ক্রেতাই বড় গয়নার বদলে ছোট অলংকার বা সোনার কয়েন কেনার কথা ভাবছেন। সব মিলিয়ে বলা যায়, বিয়ের মরশুমে সোনার দাম সাধারণ মানুষের মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সামাজিক রীতি ও পারিবারিক প্রত্যাশা, অন্যদিকে লাগামছাড়া দাম এই দুইয়ের মাঝে পড়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বাজার বিশেষজ্ঞদের মতে, যাঁদের একান্তই সোনা কেনা দরকার, তাঁদের প্রতিদিনের দামের দিকে নজর রেখে ধাপে ধাপে কেনাকাটাই আপাতত সবচেয়ে নিরাপদ পথ।

Advertisements