HomeBusinessগয়না কেনার এখনই সঠিক সময়! সোনার দামে বড় রকমের ছাড়

গয়না কেনার এখনই সঠিক সময়! সোনার দামে বড় রকমের ছাড়

- Advertisement -

কলকাতা, ৭ নভেম্বর: প্রতিদিনই ওঠানামা করছে সোনার দাম (Gold Price) । কখনও তা ক্রমশ বাড়ছে, আবার কখনও দেখা যাচ্ছে সামান্য পতন। এই পরিবর্তনই এখন যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে স্বর্ণবাজারে। আন্তর্জাতিক বাজারের ওঠাপড়া, ডলারের দামের পরিবর্তন, এবং দেশীয় বাজারের চাহিদা—সব মিলিয়েই প্রতিদিন সোনার দামে দেখা যাচ্ছে তারতম্য।

শেষ কয়েক মাস ধরে সোনার দাম প্রায় লাখের ঘরে অবস্থান করছে। মাঝেমধ্যে দাম কিছুটা কমলেও, সেই পতন কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মরসুমে সোনার চাহিদা বাড়ার ফলে দাম কিছুটা উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকলেও, শুক্রবার সকালে দেখা গেল ভিন্ন চিত্র। আজ ফের কমেছে সোনার দাম। গতকালের তুলনায় আজ প্রতি গ্রামে সোনার দামে বেশ খানিকটা হ্রাস লক্ষ্য করা গেছে।

   

আজ কলকাতায় সোনার দাম (৭ নভেম্বর):

২২ ক্যারেট সোনা – প্রতি গ্রাম ১১,১৮৫

২৪ ক্যারেট সোনা – প্রতি গ্রাম ১২,২০২

চেন্নাইয়ে আজকের সোনার দাম:

২২ ক্যারেট সোনা – প্রতি গ্রাম ১১,২৭০

২৪ ক্যারেট সোনা– প্রতি গ্রাম ১২,২৯৫

মুম্বইয়ে আজকের সোনার দাম:

২২ ক্যারেট সোনা – প্রতি গ্রাম ১১,১৮৫

২৪ ক্যারেট সোনা– প্রতি গ্রাম ১২,২০২

কলকাতা ও মুম্বইয়ের সোনার দামে আজ একই রকম পতন দেখা গেছে। তবে দক্ষিণ ভারতের বাজারে, বিশেষ করে চেন্নাইয়ে, দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় চাহিদা, কর ও পরিবহন খরচের পার্থক্যের কারণেই শহরভেদে সোনার দামে সামান্য তারতম্য ঘটে থাকে।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular