Gold Prices: ভোট-বাজারে সপ্তাহের শুরুতেই অনেকটাই কমল সোনার দাম

হলুদ ধাতু সোনার দাম(Gold Prices) এখন নতুন রেকর্ড সৃষ্টি করে অনেক বিস্ময় তৈরি করছে। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার দাম ১৩% – ১৫% বৃদ্ধি পেয়েছে।…

Gold Prices india girl

হলুদ ধাতু সোনার দাম(Gold Prices) এখন নতুন রেকর্ড সৃষ্টি করে অনেক বিস্ময় তৈরি করছে। ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার দাম ১৩% – ১৫% বৃদ্ধি পেয়েছে। এপ্রিলেই সোনার দামে বিশেষ রেকর্ড ভেঙেছে। মাঝে ৭৪ হাজারের গণ্ডি পার করেছিল সোনার দাম। আজ, সপ্তাহের প্রথম দিনেও সামান্য কমল সোনার দাম। একইসঙ্গে কমেছে রুপোর দামও।

Advertisements

২২ ক্যারেটের সোনার দাম-
আজ, ২২ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৪০ টাকা। গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

   

২৪ ক্যারেটের সোনার দাম-
২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪২৩ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭৪ হাজার ২৩০ টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৫৬৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৫ হাজার ৬৭০ টাকা।

রুপোর দাম-
সোনার মতোই দাম কমেছে রুপোরও। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৬৪০ টাকা। ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৮৬ হাজার ৪০০ টাকা।