HomeBusinessধনতেরাসে স্পেশাল অফার! সোনার গহনায় ছাড় দিচ্ছে কোন কোন দোকান?

ধনতেরাসে স্পেশাল অফার! সোনার গহনায় ছাড় দিচ্ছে কোন কোন দোকান?

- Advertisement -

কলকাতা, ১৫ অক্টোবর: দীপাবলি আর ধনতেরাস—এই দুটি উৎসব ভারতের বহু মানুষের কাছে শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক উপলক্ষ নয়, আর্থিক বিনিয়োগের অন্যতম সেরা সময়ও। বহু মানুষ বিশ্বাস করেন, এই শুভ মুহূর্তে সোনা (Gold Price) কেনা মানেই সৌভাগ্য এবং সমৃদ্ধি। তবে ২০২৫ সালের ধনতেরসের আগে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে অনেকেরই সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বৃদ্ধি, ডলারের দামে ওঠানামা, ও জিও-পলিটিক্যাল টেনশন—এই সবকিছু মিলিয়েই সোনার দামের এই ঊর্ধ্বগতি। ভারতীয় বাজারেও এর প্রভাব পড়ছে তীব্রভাবে। বিশেষ করে উৎসবের আগে মানুষের মধ্যে সোনার চাহিদা অনেকটাই বেড়ে যায়, ফলে চাহিদা ও জোগানের অসমতা তৈরি হয়, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ২,৬০০ টাকা বেড়ে সর্বকালের সর্বোচ্চ ১,২৬,৬০০ টাকায় পৌঁছেছে।

   

এই মুহূর্তে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, বিশেষ করে যারা গয়না কিনতে চেয়েছিলেন ধনতেরাসে, তাঁদের বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে। কারণ প্রতি গ্রামে সোনার দাম আগের তুলনায় অনেকটাই বেশি। একইভাবে রুপোর দামেও দেখা যাচ্ছে উত্থান। ফলে যারা সাধ্যের মধ্যে কিছু কেনার কথা ভাবছিলেন, তাদের বাজেট এখন বড় ধাক্কা খাচ্ছে।

তবে শুধুই খারাপ খবর নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এই পরিস্থিতি এখনো খুব একটা খারাপ বলা যাচ্ছে না। কারণ ইতিহাস বলে, সোনার দাম অল্প সময়ে ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সাধারণত এটি বৃদ্ধি পায়। ফলে যাঁরা সোনা ক্রয়কে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখেন, তাঁদের জন্য এটি এখনো ‘সেফ অপশন’।

বিশেষজ্ঞদের মতে, এখন যারা শুধুমাত্র গহনার জন্য সোনা কিনতে চাইছেন, তাঁদের উচিত একটু অপেক্ষা করা অথবা পরিমাণে কম কেনা। তবে যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এটি এখনো একটি গ্রহণযোগ্য সময় হতে পারে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular