বছরের মাঝামাঝি সময়ে এসে আবারও ঊর্ধ্বমুখী হল সোনার দর। সাম্প্রতিক কিছু সপ্তাহ ধরে ধাতুটির দামে ওঠানামা থাকলেও এ সপ্তাহে তা স্পষ্টভাবে উপরের দিকে ছুটছে। শনিবার সকালেই দেশের একাধিক শহরে খাঁটি ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছে গিয়েছে ১ লক্ষ টাকার গণ্ডি ছুঁয়ে। এমনকি ২২ ক্যারাট সোনার দামেও বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে ব্যাপক চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে সোনা ব্যবসায়ীরাও।
কোথায় কত?
বাজার বিশেষজ্ঞদের মতে, কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ— প্রতিটি মেট্রো শহরেই সোনার দর ১ লক্ষ টাকার কাছাকাছি চলে এসেছে। কলকাতায় শনিবার ২৪ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,০০,৩৫০ টাকায় পৌঁছেছে, যেখানে ২২ ক্যারাট সোনার দাম হয়েছে প্রায় ৯২,০০০ টাকার আশেপাশে। অন্যদিকে, মুম্বই ও দিল্লিতেও খাঁটি সোনার দর ১ লক্ষ টাকার গণ্ডি পার করেছে বলে জানা যাচ্ছে।
কেন এই দামবৃদ্ধি?
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গোল্ড রিজার্ভে চাহিদা, ডলার-রুপি রেটের ওঠানামা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা— সব মিলিয়ে সোনার দামে এই চাপ তৈরি হয়েছে। আমেরিকায় সুদের হার স্থির রাখার সম্ভাবনা, ইউরোপীয় অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের অস্থিরতাও এই বৃদ্ধির অন্যতম কারণ। উপরন্তু, ভারতের বাজারে ক্রেতাদের মধ্যে বিয়ে ও উৎসবের মৌসুমে সোনার চাহিদা বেড়ে যায়। এই চাহিদাই মূলত দর বাড়ানোর অন্যতম চালিকাশক্তি।
কী বলছেন সোনা ব্যবসায়ীরা?
সোনা ব্যবসায়ীদের মতে, এই হারে দাম বাড়তে থাকলে আগামী দিনে বিক্রি আরও কমে যাবে। অনেকেই এখন অলঙ্কার কেনার পরিবর্তে পুরনো সোনা বদলানোর দিকে ঝুঁকছেন। বেশ কিছু ক্রেতা আবার সোনার বদলে রুপো বা হালকা ডিজাইনের অলঙ্কার পছন্দ করছেন। দক্ষিণ কলকাতার এক অভিজ্ঞ জুয়েলারি দোকানের মালিক জানিয়েছেন, “গত তিন সপ্তাহে বিক্রি অন্তত ৩০ শতাংশ কমেছে। খাঁটি সোনার দামের চাপে সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা পিছিয়ে যাচ্ছেন।”
সাধারণ মানুষের কী ভাবনা?
একদিকে যারা সোনা কেনেন বিয়ে, উৎসব বা বিনিয়োগের জন্য, তাদের চিন্তা বেড়েছে। অন্যদিকে যাদের কাছে ইতিমধ্যে সোনা মজুত আছে, তারা লাভের মুখ দেখছেন। কেউ কেউ বলছেন, এখনই বিক্রি করে দিলে ভাল রিটার্ন পাওয়া সম্ভব। তবে বহু বিশেষজ্ঞ আবার সতর্ক করে দিচ্ছেন, দাম আরও বাড়বে এই আশায় না থেকে ধৈর্য রাখতে।