সোনার বাজারে বড় পরিবর্তন, এই শহরে সোনা মিলছে সবচেয়ে কম দামে

সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা! গত কয়েকদিন ধরেই সোনার দামে (Gold Price)  ধারাবাহিকভাবে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তারই জেরে বৃহস্পতিবার, ৭ আগস্ট ফের…

Gold Price Sees Major Fluctuation Today: Check 22K and 24K Rates for August 7

সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা! গত কয়েকদিন ধরেই সোনার দামে (Gold Price)  ধারাবাহিকভাবে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তারই জেরে বৃহস্পতিবার, ৭ আগস্ট ফের বড়সড় ঝাঁকুনি খেল বাজার। এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে সোনার দর। কলকাতায় ১০ গ্রাম ২২ (Gold Price)  ক্যারাট সোনার দাম ছাড়িয়েছে ৯৪ হাজার টাকা। অন্যদিকে, খাঁটি সোনা অর্থাৎ ২৪ ক্যারাটের দাম এক লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে পৌঁছেছে ১,০০,২৫৫ টাকায়।

Advertisements

এই লাগাতার মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে। উৎসবের মরশুম (Gold Price)  সামনে রেখে বহু মানুষ সোনা কেনার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই পিছু হটছেন। অনেকে আবার বলছেন, “এই দামে সোনা কেনা অসম্ভব। এমনকি বিয়ের মতো বিশেষ দিনেও ভাবতে হচ্ছে, আদৌ কেনা সম্ভব কি না!”

   

কলকাতার পাশাপাশি অন্যান্য শহরেও দাম ঊর্ধ্বমুখী

সোনা শুধু কলকাতায় নয়, দেশের অন্যান্য বড় শহরেও ঊর্ধ্বমুখী। মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ – সর্বত্রই ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে বৃদ্ধি দেখা যাচ্ছে।(Gold Price)  
তালিকা অনুযায়ী, ৭ আগস্ট, বৃহস্পতিবারের সোনার দাম বিভিন্ন শহরে নিম্নরূপ:

কলকাতা:

২২ ক্যারাট (১০ গ্রাম) – ৯৪,০০০(Gold Price)  

২৪ ক্যারাট (১০ গ্রাম) – (Gold Price)  ১,০০,২৫৫

মুম্বই:

২২ ক্যারাট – ৯৩,৭৫০(Gold Price)  

২৪ ক্যারাট – ৯৯,৯৫০(Gold Price)  

দিল্লি:

২২ ক্যারাট – ৯৪,১০০(Gold Price)  

২৪ ক্যারাট – ১,০০,৩৫০(Gold Price)  

চেন্নাই:

২২ ক্যারাট – ₹৯৩,৯০০

২৪ ক্যারাট – ₹১,০০,১০০

বেঙ্গালুরু:

২২ ক্যারাট – ৯৩,৮৫০(Gold Price)  

২৪ ক্যারাট – ৯৯,৯৮০(Gold Price)  

কেন বাড়ছে সোনার দাম?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় এর প্রভাব পড়ছে দেশীয় বাজারেও। সেই সঙ্গে রয়েছে ডলারের দামের ওঠানামা, আমদানির উপর করের পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, এবং মার্কিন মুদ্রানীতির প্রতিফলন।(Gold Price)  

অনেকে বলছেন, বিশ্বব্যাপী মন্দার (Gold Price)  আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের সোনার প্রতি আস্থা বৃদ্ধি, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব— এই সব মিলিয়ে সোনাকে ‘সেফ হ্যাভেন’ হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। যার ফলেই মূল্য বেড়ে চলেছে।

কী বলছেন সোনা ব্যবসায়ীরা?

সোনার বাজারে ব্যবসা করা একাধিক ব্যবসায়ীর মতে, “এত উচ্চ দামে সোনা বিক্রি খুবই কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। ফলে বিয়ের মরশুমেও বিক্রি আশানুরূপ হচ্ছে না।”(Gold Price)  

আরও অনেকে জানাচ্ছেন, “বিগত ১০-১৫ বছরে সোনার দাম এত উচ্চমাত্রায় কখনও পৌঁছায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হলে ক্রেতারা সরে যাবেন এবং সোনার ব্যবসার ভবিষ্যত হুমকির মুখে পড়বে।(Gold Price)  

বিনিয়োগের দিক থেকে কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাঁদের এখনই লম্বা সময়ের জন্য পরিকল্পনা করে তবেই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ স্বল্পমেয়াদে মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। তবে একবার পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা নামার সম্ভাবনাও রয়েছে।(Gold Price)